আমাদের কথা খুঁজে নিন

   

সে আমার সোনামনি,আদরের ছোট ''তালহা''

মুক্ত করো ভয়, সত্য পথে জীবন গড়ো, নিজেরে করো জয় ।

সে আমার একমাত্র ছেলে 'তালহা । দুরন্ত প্রকৃতির এই ছেলেটি আমার ঘর আলো করে আসা যেন এক সুরভিত কুসুমকলি । নিষ্পাপ চেহারা আর ফুলের মত সুষমা মন্ডিত তালহা সোনামনিকে আমি আমার প্রানের চেয়ে বেশী ভালবাসি । তার শিশূ সুলভ দুষ্টুমি আর চপলতায় সারা বাড়ি মাতিয়ে রাখে ।

আমার আম্মা তো তার পিছু পিছু আঁটার মতো লেগেই থাকেন । সংসারের একমাত্র ছোটমনি হিসাবে সকলের আদরের ধন । আদর-আহলাদ,স্নেহ -মমতা সবই তার দখলে । ভর্তমানে সে একটু -আদটু কথা বলাও শিখেছে । অধিকাংশ সময়ই সে দুষ্টুমি আর হৈ-হল্লোর করে কাটায় ।

অন্যান্য বাচ্ছারা মোঠামোঠি তাকে সমীহ করে চলে । কারণ, মারা -মারীতে সে বেশ ওস্তাদ । তার কচি মুখের চিকন ধারালো দাঁতের কামড় খায়নি; বাড়িতে এমন বাচ্ছা নেই । ফোনে রিং বাজলে মোবাইলটা ছিনিয়ে নিবে নয়তো সারা বাড়ি মাথায় তুলবে । আমার একমাত্র সন্তান হিসাবে তার আবদার পূর্ণ করতে কেউ কৃপনতা করেননা ।

সে তার মা,খালা,মামা,দাদু,নানু,ফুফু প্রমুখ আত্মীয় স্বজনের আদর-যত্নে বেড়ে উঠে ভর্তমানে দেড়বছরের উপরে পা'রেখেছে । আজ ঈদের দিন । মনটা খুবই খারাপ । আজ প্রায় 7-8 বার ফোন করেছি । বারে বারে শুধু তার কথাই জানতে চেয়েছি ।

বিরহ-কাতর আপনহীন এই প্রবাসে ঈদ যে কেমন কষ্টের তা নাই-বা বললাম । শুধু সোনামনি ভালো থাক এই কামনায়.......।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.