আমাদের কথা খুঁজে নিন

   

দুই সৌদি মহিলাকে সালাম দিয়ে এক বিব্রতকর অবস্থায় পড়েছিলাম

মুক্ত করো ভয়, সত্য পথে জীবন গড়ো, নিজেরে করো জয় ।

তখন সকাল প্রায় ন'টা বাজে । বাসা থেকে বেড়িয়ে ডিউটিতে যাচ্ছি । জিজান জেনারেল হাসপাতালের পাশ ধরে হাঁটছি । হাসপাতাল এড়িয়ায় একটি মনোরম পার্ক আছে ।

চারিদিকে সবুজ গাছ-গাছালির সমাবেশ । আমাদের দেশের ন্যায় এত পাখ-পাখালির কিচিমিচি ডাক না থাকলেও এক ঝাক চুড়ুই পাখির কলরব শুনে মনে মনে অভিভূত হলাম । পার্কের এই মোহনীয় সৌন্দর্য অবলোকন করার জন্য ভিতরে প্রবেশ করলাম । কার্পেটের ন্যায় সবুজ ঘাসের বিছানায় হাঁটা আরম্ভ করলাম । ভাবলাম অন্য গেইট দিয়ে বেড়িয়ে নিজ গন্তব্যস্থলে চলে যাব ।

চারিদিকে কেমন ফাঁকা ফাঁকা মনে হল । কিছুদূর হেঁটে কালো বোরকাঢাকা দুই সৌদি মহিলার সামনে পড়লাম । এমনিতেই সৌদি মহিলাদের ভয় করে চলি । কারণ, এখানের যে আইন কানুন ! মহিলাদের সাথে অশোভন আচরন করা তো দূরের কথা চোঁখ মারাটাই জেলে যাওয়ার রাস্তা একদম ক্লিয়ার !! মহিলাদ্্বয়ের সামনা সামনি হওয়ায় ভদ্রতার পরিচয় দিতে গিয়ে সালাম দিলাম । বললাম 'আসসালা মুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ।

' সালামের রাহমাতুল্লাহটাও বাদ গেলনা । সালামের উত্তর তো পেলামইনা বরং তাদের মধ্যে একজনের মুখ থেকে অপ্রত্যাশিত উক্তি শুনে হতবাক হয়ে গেলাম । সে মহিলাটি বলল'' নাহনু মামা হাক্কাক ?'' অর্থাত আমরা কী তোর মা' হই ? তার এই উক্তি শুনে আমি রীতিমত ঘামতে শুরু করলাম ! আমাকে জড়িয়ে টড়িয়ে কেলেংকারি ধরনের কিছু ঘটার আগেই তাদের পাশ কেটে বেকুবের মত দু'পা ঠেনে ঠেনে বাহিরে চলে গেলাম । ক্যাফেতে বসে সকালের ঘটনাটার কথা যখন মনে করি তখন নিরুত্তর একটি প্রশ্নই কেবল নিজের মনে বারবার ঘুরপাক খাচ্ছে, 'মহিলা দু 'জনকে সালাম দিয়ে কী এমন অপরাধ করলাম আমি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।