আমাদের কথা খুঁজে নিন

   

: বেমালুম বিস্ময়



আরব্য রজনীর এক হাজার ঘুম ভাঙ্গা রাতের ভিতর থেকে উঠে আসা পারস্য সৈনিক আমি ভূমধ্য সাগরের দ্বীপ ছেড়ে সুদীর্ঘ সমুদ্র পথ নীল নদে নীলা জোছনায় ভেসে ভেসে তারপর মরুময় ভারতের পথে আদি-অনাদি ছায়াপথ পেরিয়ে নিঃসঙগ যাযাবর- আজন্ম ঘুমভাঙ্গা রাত অফুরন্ত কান্তি নিঃশ্বাসে কত দেশ, ভাঙ্গা-গড়া যুগ যুগ হাটবার পর , চেয়ে দেখি মাথার উপর বাংলার আকাশের বুকে দশ হাজার তারা-একে একে আমার চোখের ভিতর চৈত্র মাসের উত্তাপে বেমালুম বিস্ময়ের মত ছুটে আসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।