আমাদের কথা খুঁজে নিন

   

পাহাড়ি স্থিরতা দেইখা নিজেও স্থির হমু কোন একদিন...

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

ঈদের টাইমে আমি রেগুলারই পালাই, এইবারও তাই করতাছি। যাওনের শখ আছিলো শিলং-য়ে কিন্তু শুনলাম ইন্ডিয়ান ভিসা পাইতে নাকি লাইন দেওন লাগে আজকাল, সময় কুলাইলোনা লাইনে দাঁড়ানের। তাই বান্দরবান যাইতেছি। পার্বত্য যে কোন শহরে গেলে আমার কেরম জানি লাগে! পাহাড়ের কাছাকাছি নিজেরে অনেক নিরাপদ মনে হয়। মনে হয় বড় কিছুর ছায়াতলে আছি! নিজেরে কখনো কখনো বড় ভাবতে ইচ্ছে করে যে কোন সামাজিক মানুষের মতো, ভাবি। নিজেরে সঠিক ভাবি, নিজেরে বিচক্ষণ ভাবি, তুলনামূলক ছায়ায় দেখি নিজেরে প্রায়শঃই। শহর সভ্যতায় অনেক মানুষের সাথে প্রতিনিয়তঃ যেই দ্্বান্দ্বিক সম্পর্কের খেলা, তাতে ক্ষমতার ক্ষীণ চচ্র্চা চালাই আনমনেই...নিজেরে যাচাই করি...নিজেরে পরখ করি। কিন্তু পাহাড়ের কাছে আমি একদম অন্যরম। পাহাড়ের পাশে আমি পাহাড়ি হ্রদের মতো শান্ত অথচ অনুসন্ধিৎসু থাকি। সেই কিশোর বয়স থেইকাই ভাবি, কোন দিন সারা পৃথিবীর সব পাহাড়ের পাশে গিয়া দাড়ামু একবার কইরা হইলেও! পাহাড়ের স্থিরতার স্বাদ নিমু... কোন একদিন আমার শখ পূরণ হইবো কি ক'ন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।