আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসার কি এতই অভাব........

বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা

ভালবাসার কি এতই অভাব........ যে হৃদয় নিংড়ে সবটুকু ভালবাসা দিতে হবে ভালবাসার কি এতই অভাব........ যে সম্পূর্ণ হৃদয় উজাড় করে দিতে হবে ..... নাকি ভালবাসার এতই অভাব........ যে পুরো হৃদয়টাই দিয়ে দিতে হবে ..... ভালবাসার কি এতই অভাব........ যে একজনকে বাসি বলে আর কাউকে বাসতে পারব না ভালবাসার কি এতই অভাব........ যে পুরু ফ্রেমের চশমার ফাঁক দিয়ে মানবের শরীরে ভালবাসার সুখ খুঁজতে হবে... ভালবাসার কি এতই অভাব........ যে নিজের প্রাণ দিয়ে ভালবাসতে হবে .... ভালবাসার কি এতই অভাব........ যে ভালবাসি বলে তার প্রমাণ দিতে হ েব ভালবাসার কি এতই অভাব........ যে ভালবাসাকে দাঁড়িপাল্লায় মাপতে দিতে হবে .... ভালবাসার কি এতই অভাব........ যে "তুমি আমাকে কতটুকু ভালবাসো" এর জবাবে " এই এতটুকু " বলে সাফাই দিতে হবে ভালবাসার কি এতই অভাব........ যে মাত্র চার মাসের সম্পর্ক বলে .... সহজেই ভুলে যেতে হবে .... ভালবাসার কি এতই অভাব........ যে ....সে লোক ভালো না বলে দূরে সরে যেতে হবে ভালবাসার কি এতই অভাব........ যে জীবনে তোমাকে পাইনি বলে অকারণে মরে যেতে হবে .... ভালবাসার কি এতই অভাব........ যে এক হৃদয় দিয়ে আমি পুরো পৃথিবীকে ..... পুরো পৃথিবীর মানুষকে ভালবাসতে পারব না .... না মনে হয় ... ভালবাসার অভাব নয় ..... অভাব বিশ্বাসের অভাব ভালো মানুষীর অভাব নিরেট ভদ্রতার অভাব খাঁটি সত্যবাদিতার অভাব বিবেক-বুদ্ধিতার এগুলো ছাড়া যে মানবের ভালবাসা পূর্ণতা পায় না .....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.