আমাদের কথা খুঁজে নিন

   

টিউসনির পথে একটি বাস্তব ভেজালমুক্ত অসম্পূর্ণ প্রেম কাহিনী

অনুমতি ব্যতিত কপি পেস্ট মারলে মাইরা ভূত বানাই হালামু… আমার মাথায় সমস্যা থাকতে পারে… জীবনের প্রথম যেদিন ছাত্র পড়াইতে ছাত্রের বাসায় গেলাম, সেদিন ছাত্র বাসায় ছিল না!! যাই হোক, অভিভাবকদের সাথে আমার কথোপকথন শেষে তারা তাদের সবে ইন্টার পাশ করা কন্যার দিকে ইশারা দিয়ে বল্লেন, “…সজীব তো বাসায় নাই, তুমি ওর সাথে কথা বল..”। মাত্র দেড় ঘন্টা কথা হল! (আর কিছু হয় নাই ) । ওইদিন আর ছাত্রের দেখা পাই নাই! যাই হোক, পরদিন সকালে উঠে মোবাইলটা খুলে আমার চুখ তো ছানাবড়া! ১০টা দানবাকৃইর মেসেজ পেন্ডিং! ঐ মেয়ের পাঠানো! খুলে পড়ে আমিও ওকে ১টা মেসেজ রিপ্লাই দিলাম, “..তুমি তো খুব সুন্দর কবিতা লেখ!”। বি.দ্র; তার মেসেজগুলো ছিল কবিতা আর গানের সমুদ্র। আর ২টা রিপ্লাই দেয়ার টাকা ছিল না! আমি ২০ দিন পর পর ১১ টাকা ভরতাম… এভাবে কয়েকসপ্তাহ চলল।

তার পর হঠাৎ তার পক্ষ হতে মেসেজ পাঠানো বন্ধ! প্রতিদিন পড়া শেষে একবার হলেও আমার সাথে কথা বলতই। সেদিন থেকে সেটাও বন্ধ! পাঠকরা হয়ত মনে করতে পারেন এরপর থেকে আমার ফিলিংস উছলায়ে উঠবে, কিন্তু এসব কিছুই হয় নাই! কয়েকদিন পর আমিও বন্ধ করলাম মেসেজ করা। আমি অবশ্য তাকে কখনো আঘাত করতে চাইনাই, তাই ১দিন পড়াইতে যেয়ে ডাক দিলাম। বল্লাম, “…কোন ভুল বোঝাবুঝি হলে সরি…” সে দুঃখক্রান্ক নয়নে ামার দিকে তাকিয়ে বলল, “..না ইটজ ওকে…” বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল! শত হলেও তো আমি মানুষ নাকি?? যাই হোক ইস্টোরি শেষ! এইবার এড দেই, আমার জন্য এখন একটা টিউশনি ফরজ হয়ে গেছে! গরীব মানুষ তো ! কোন সুরিদয় ব্যক্তি থাকলে একটু সাহায্যপ্রার্থী! ছাত্রের যোগ্যতা- উচ্চ মাধ্যমিক, বিঞ্জান বিভাগ। জিনিয়াস হলে পাংখা! আমার যোগ্যতা- Bangladesh University of Professionals এর আন্ডারে Military Institute of Science and technology এর Aeronautical engineering বিভাগের ৩য় বর্ষে অধ্যয়নরত।

বি;দ্র; BUET এ Water resource পাইসিলাম! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।