আমাদের কথা খুঁজে নিন

   

ঈদে বাটে পরেছি -[উৎসর্গ ঃ- আবু সালেহ ]-

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

ঈদের শপিং করবো অথচ মার্কেটে যাওয়ার টাইম পাচ্ছি না। গত 2দিন আগে শক্ত নিয়ত করলাম আজ অফিস থেকে সোজা মার্কেটে যাবো। এ্যালিফেন্ড রোডে গেলাম শার্ট আর প্যান্ট পিস কিনতে।

আমার শপিং করতে বেশী সময় লাগে না। খুব তাড়াতড়ি কেনাকাটা শেষ। টেইলার্স এ যেয়ে টেইলরের কথা শুনে আমার মাথায় হাত। বলে "ঈদের পরে ডেলিভারি নেন"। আমি বললাম "ভাই এইটা কি কন?" - ঢাকায় ঈদ করবেন ? - হ্যা - তাহলে চাঁন রাতে ডেলিভারি।

আমি সিনা টান করে মাপ দেওয়ার জন্য দাড়ালাম। শার্টের চিন্তা শেষ কিন্তু যে টেইলার্সে প্যান্ট সিলাই করাবো সেখানে যাওয়ার সময় নাই। কি উপায়? [গাঢ়] উৎসর্গ ঃ- [/গাঢ়] আবু সালেহ, আমার আরেক পছন্দের ব্লগার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।