আমাদের কথা খুঁজে নিন

   

ডঃ ইউনুস ও নোবেল বিজয়ী কিছু কথা। ও সুদের হার সম্পকে



আমরা আনন্দের সহিত ধন্যবাদ জানাই সদ্য বিজয়ী ডঃ ইউনুস সাহেব কে । সে সাথে তাহার দরিদ্রবিমোচনের সুদের হার কমানো যায় কি? বর্তমান একজন মহিলা ঋণ গ্রহন করিলে তাহাকে নিম্ম লিখিত হারে ঋণ পরিষদ করিতে হয় তা একটু ভেবে দেখবেন কি? 5000 টাকা ঋণ গ্রহন করিলে ঋণ গ্রহীতা পরের সাপ্তাহ থেকে 120 টাকা হারে হারে 52 সাপ্তাহ পরিষদ করে 6240টাকা যাহা চক্রব্রদ্ধি হারে গ্রহীতা তেমন লাভবান হয় না। তাহার প্রত্যেক সাপ্তহ থেকে মূলধন নষ্ট হয়ে যায়। সুতারং একটু ভেবে দেখলে মনে হয় আরো ভাল হত। দ্্বিতীয় গ্রামীন মহিলাদের গ্রামীন মোবাইল ফোন নিতে হলে কমপক্ষে 20000/00 টাকা জামানাত লাগে।

এবং ঐ মোবাইলের নিম্নলিখিত ভাবে বিল পরিষদ করিতে হয় তাহা কেউ না যাননে কিনা তার পর কিছু অংশ লিখে যায়। আপনাকে প্রথম 2 মাসে যাহা বিল আসে বা ইনকাম করে তাহা সস্পর্নদিতে হবে। এর পর থেকে প্রতিমাসে লাইন রেট 100টাকা আদার ও অনন্য খরচ সহ 150টাকা এবং সব বিল থেকে 15%সরকারী ভ্যাট এবং 15% গ্রামীন ফোন ভ্যাট যেমন 5000টাকা বিল আসালে তাহাকে পরিষদ সরকারী েক 333 টাকা গ্রামীন ফোন কে 333 এবং লাইন রেইট সহ অন্যনা খরচ সহ অতিরিক্ত 300টাকা তাই একজন মহিলা যদি প্রতি মাসে 5000 টাকা ফোন করে তাহলে তাহার বিল ও ভ্যাট সহ প্রতি মাসে 3000/ টাকা এর মধ্যে প্রতি সাপ্তহের কিস্তী মিলে 400শত টাকা মাসে চার সাপ্তহ হলে গনতে হয় 1600টাকা এর মধ্যে গ্রামে দোকান বাড়া বাবত 500/ তাহা হলে কতটুকু আয় হয় দরিদ্র মহিলার তাহা একটু ভেবে দেখবেন আপনারা এর মধ্যে গ্রামে ফোনের বিল অধিকাংশ কাষ্টমার বাকী সব মিলেয়ে এমন কোন লাভ হয় না বরং লাভ হয় ডঃ ইউনুস সাহেব কোম্পানী । আর মহিলারা শুধু কাজ করে যায়। যদি শতকরা 5% লোকে লাভ হয় বাকী 95% মহিলা ঋণ ভোজা মাথায় নিয়ে ঘুরতে থাকে।

যে সব মহিলারা লাভবান হয় ঐ গুলি পএ পএিকায় টিভি মিডিয়া প্রচার করে কিন্তু যাহারা ক্ষতি হয় তাহাদের গুলি প্রচার করেনা। ইতি মধ্যে অনেক শুধু প্রংশাশা করছেন আমরা করি। এই স্যামওয়ার ওয়েব সাইটের মাধ্যমে তাহেদর কে যানানো উচিৎ আরো কিছু কম হারে সুদ নিয়া মহিলাদের সাহায্য করার জন্য। কারন উক্ত কোম্পানী ডঃ ইউনুস সাহেব এখন আর গরীব নয় নামকরা প্রতিষ্ঠান 97 সাল থেকে এখন সং সম্পর্ন কোম্পানী। আপনাদের মাধ্যমে তাহর প্রতিনিধিদের জানিয়ে দেওয়া দরকার বলে আমার অনেকে মনে করি।

পরিশেষে সবাই দির্ঘুআয়ু কামনা করে লেখা শেষ করলাম। বাংলাদেশ দির্ঘ্যজিবী হইক একান্ত কামনা করি। এবং এরমতন আরো ডঃ ইউনুস জম্ম হইক সে কামনা করি। আমিন , আমিন, আমিন। খোদা সকলের মঙ্গল করুক।

বিশেষ করে লেখা ভুল হলে ক্ষমা করবেন বলে আসা করি। ইতি জানাঅজানা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।