আমাদের কথা খুঁজে নিন

   

ভোর দেখেছি আজ

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

বহুদিন পর ভোর দেখছি কাক-ডাকা ভোরে কা কা শব্দ বিরক্তিকর লাগছে না ভালো লাগছে ছোট্ট পাখিদের কিচিরমিচির- কলতান। কাঁঠাল গাছের ডালে বসা একটি কাক কী যেন খাচ্ছে; হঠাৎ উড়ে গেলো যেন কোথায়! সি্নগ্ধ প্রকৃতি মেঘলা আকাশ অদ্ভুত এক ঘ্রাণ সর্বত্র বুক ভরে নিলাম। অতঃপর অপেক্ষা- সূর্যোদয়ের।- ------------------------------- গুনগুন করে বেসুরে গলায় গেয়ে উঠি প্রিয় গান- মন মাতাল সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে মন মাতাল সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে নিত্যকাল স্বপ্নজাল মায়ায় কেন বাঁধে মন মাতাল ... সব অচেনা লাগে, মনে হয় কিছু চিনি না যে কে আপন আর কে বা যে পর মোর মন লাগে না কাজে গীতহীনা প্রাণবীণা কেন মিছে সাধে মন মাতাল ... ভুলে যাওয়া ভুলে গেছে মন কেন মনে রাখে অস্তাচলের পথের পাখিকে কেন যে পিছে ডাকে শান্তনা কিছু না আমার প্রেমের ফাঁদে মন মাতাল ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।