আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের কষ্ট



কি প্যচালে পরলাম? আমার ইয়ে বলেছে চিঠি লিখতে। আরে ইমেইলের যুগে চিঠি পত্রের বেইল আছে। তাছাড়া চিঠি লিখতে প্রচুর সময় লাগে। চিন্তা ভাবনা করে সুন্দর সুন্দর শব্দচয়নে র মাধ্যমে যথাত চিঠি লিখা সম্ভব। পরীক্ষায় দরখাস্তই লিখতাম।

এতবড় চিঠি মুখস্থ করা ? বাপরে........... এরপরও চিঠি লিখলে টিচাররা কম নাম্বার দিতো। এক পৃষ্টার একটা দরখাস্ত লিখলে যে নাম্বার পাচ পৃষ্টার চিঠিতে সেই নাম্বার পাওয়া যায় না। আমি নাকি মোটেও রোমান্টিক না। তাই রোমান্টিসিজমের এইটা প্রথম ধাপ। প্রতি সপ্তাহে একটা করে চিঠি লিখতে হবে।

এক দু পৃষ্টায় চলবেনা মিনিমাম পাচ পৃষ্টা। খাইছে আমারে................ প্রেম নাকি কষ্টের। এখন বুঝতে পারছি। প্রতিদিন ইমেইল করি , প্রতি সপ্তাহে অন্তত পাচবার ফোন করি তাতে নাকি পোষায় না। যে কথা মুখে বলা যায় না সেটা ঐ চিঠিতে জনাতে হবে।

বললাম সেটাতো ইমেইলেও পারা যায়। না তাতে নাকি আসল সাধ থাকেনা। এমনিতে আমার হাতের লিখা ভালোনা তার উপর ইংরেজের দেশে এসে চচর্ানা থাকায় জগাখিচুড়ী অবস্থা। বড্ড টেরাবলে আছি.....................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.