আমাদের কথা খুঁজে নিন

   

গান পাগল

পরিবর্তনের জন্য লেখালেখি

গান পাগল মানুষ আমি!!অজয় চক্রবর্ত ীরগান শুনে প্রেমে পড়েছিলাম। আম্মুকে বলতাম, যে এই রকম গান করতে পারে তাকে বিয়ে করতে মন চায়! আম্মুরও দেখলাম সায় আছে!! সুর আমাকে নিয়ে যায় অন্য ভুবনে! সুর আমাকে কাঁদায়, হাসায়, উত্তেজিত করে, জাগায় আবার সকল জ্বালা যন্ত্রনা মিটিয়ে ঘুমও পাড়ায়! গান আমার চিরকালীন স্থায়ী প্রেম। গভীর ভাবে ভালোবাসার পর আবিষ্কার করি যে মানব মনে যত রকমের অনুভূতি তৈরী হওয়া সম্ভব , তাকে স্পর্শ করার জন্য পৃথিবীর কোন না কোন ভাষায় অন্তত একটা গান লেখা হয়েছে! আমি তাই সুরের কাছে নিজেকে সঁপে দেই অনায়াসে উচ্ছ্বলতম আনন্দ কি বুক দোমড়ানো কষ্টের প্রহরে। নিচের এই গজলটা আমার সবচে' প্রিয়। কৈশোরে স্বপ্ন দেখতাম আমার প্রিয় মানুষটা এই গান গাইছে আমার জন্য। হাহাহাহা। Click This Link এখনও বলি, কেউ যদি গাইতে পারে আমার জন্য, " খোদাকা জিকির করে, ইয়া তুমহারি বাত করে" ..............কাজী ডাকবো। কিচ্ছু দেখবো না। সোজা কবুল!!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।