আমাদের কথা খুঁজে নিন

   

ঘর দোর বারান্দা

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

এর আগে কোনকালে বুঝিনাই প্রবেশের বোধ আর তাই রয়ে গেছি কড়া রোদ হাতে উঠানের পোড়ো শুণ্যতায়... বহু কাল পর আমি প্রবেশের কালে দরজা দেখেছি, চৌকাঠের ছোঁয়া নিয়ে অবোধ বন্দনা। এইবার থেকে বাধা নাই আর প্রবেশ খেলায়... দরজা চিনেছি আমি, প্রবেশের পথ... জেনেছি ঘরের অাঁধারেও নিজেকে বিলীন করে দেয়া যায়, আরেক আমিতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।