আমাদের কথা খুঁজে নিন

   

জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ-চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের প্রথম ম্যাচ শুক্রবার প্রতিপক্ষ শ্রীলঙ্কা

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

গতকাল পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল। পিসিএ একাদশকে 7 উইকেটে হারিয়েছেন হাবিবুল বাশাররা। টস জয়ী পিসিএ একাদশ প্রথমে ব্যাট করার সিদ্ধানত্দ নেয়। পিসিএ 205 রানে অলআউট হয়ে যায়।

সৈয়দ রাসেল 10 ওভার বল করে 38 রান দিয়ে 3টি উইকেট নেন। রাসেল ছাড়াও 3টি উইকেট নেন ফরহাদ রেজা। এছাড়া 2টি করে উইকেট নেন আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ রফিক। অসাধারণ একটি ইনিংস খেলেন আফতাব আহম্মেদ। 71 বল খেলে 76 রান করেন আফতাব।

তার ইনিংসটি 2টি ছয় এবং 9টি চার দিয়ে সাজানো। দারুণ একটি ইনিংস উপহার দেন নবাগত সাকিব আল হাসান। তার 66 রানের ইনিংসটি ছিল দেখার মতো। শেষ পর্যনত্দ অপরাজিত ছিলেন সাকিব। এছাড়া শাহরিয়ার নাফিসের ব্যাট থেকে 29 রান আসে এবং বাশার করেন 12* রান।

বাংলাদেশ দলের পক্ষে একমাত্র ব্যর্থ ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। মাত্র 6 রান করে আউট হন তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।