আমাদের কথা খুঁজে নিন

   

।। ভয়ানক ব্যাপার ।।

বাঙলা কবিতা Ƹ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄Ʒ ♥ Ƹ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄Ʒ বেঁচে থাকাটাই এক ভয়ানক ব্যাপার! অনেকদিন পর, পরিচিত মানুষ তোমাকে দেখে বলছে: একটুও বদলাওনি তুমি; অথচ তুমি তো জানো এই মুখমণ্ডল বদলাতে বদলাতে এখন আর তোমার নয়! মনে মনে বলছো, ঠিকঠাক দেখতে পাওনি তুমি। তুমি জানো, একটুও ভালো নয়, সুন্দর নয়, এমনকি সেই তারুণ্যও নেই আর; ভাবছো, পুরনো সেই মুখটা কোথায়__ ওটাই আমার। এরকমই ঘটে। বড় হতে থাকো তুমি এবং জেনে যাও অনেক কিছুই; তারপর নিজেরই মুখমণ্ডল দেখে মনে হয় আরে! এই মুখ কার? তোমার ভেতরের তুমিটাই আজীবন তুমি; অথচ বদলে যায় মুখের আদল। তাহলে? কী এমন ঘটে? কী এমন ঘটলো তোমার? যদি বেঁচে থাকারই ফলাফল এই মুখবদল__ বেঁচে থাকাটাই তো ভয়ানক ব্যাপার! Ƹ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄Ʒ ♥ Ƹ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄Ʒ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।