আমাদের কথা খুঁজে নিন

   

একাত্তরের নেতৃস্থানীয় দালালরা ও তাদের বর্তমান অবস্থান ১

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

[কাট+পেস্ট ই সই। তাই দিতাছি। পারলে ঠেকাও। ] ধুসর গোধূলীর পোস্টে লিখেছিলাম ধারাবাহিক ঘাতক-দালাল ও রাজাকারদের তালিকার কথা। প্রথমে ভেবেছিলাম অঞ্চল ভিত্তিক এই তালিকা একটা আলাদা মাত্রা আনবে।

এখন ভাবছি শুরু থেকেই শুরু করি না কেন! তালিকায় একটা বড় সমস্যা হয়ে গেছে বৃহত্তর ঢাকা ও চট্টগ্রামের দালালদের নামের অনুপস্থিতি। তবে অনেকেই গ্রামে গঞ্জে পালিয়ে গ্রেপ্তার হয়েছে। যাহোক, শুরু তো করি। প্রথমে আসা যাক কেন্দ্রীয় শান্তি কমিটিদের সদস্যদের নামের তালিকায়। এখানে ১০৪ জন সদস্যের সবার নাম পাওয়া যায়নি।

যাদের নাম আছে তা মুদ্রিত দলিলের ভিত্তিতে প্রণিত। বাকিরা সবাই ছিলেন স্বাধীনতা বিরোধী উগ্রপন্থী দলগুলোর সদস্য (তথ্যসূত্র : একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায়, প্রকাশনা মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্র, তৃতীয় সংস্করণ ফেব্র“য়ারি ১৯৮৮) কেন্দ্রীয় শান্তি কমিটির সদস্যবৃন্দ : খাজা খয়েরউদ্দিন : পাকিস্তানে মুসলিম লিগ নেতা একিউএম শফিকুল ইসলাম : অ্যাডভোকেট লাহোর হাইকোর্ট, বাংলাদেশে ব্যবসা আছে গোলাম আজম : জামাতে ইসলামীর বিগবস মওলানা সৈয়দ মোহাম্মদ মাসুম : কেন্দ্রীয় মজলিশে সাদারাত সদস্য, বাংলাদেশ ইত্তেহাদুল উম্মাহ আব্দুল জব্বার খদ্দর : স্বাধীনতার পর স্বাভাবিক মৃত্যু হয় মাহমুদ আলী : পাকিস্তান কেন্দ্রীয় সরকারের সমাজকল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী এমএকে রফিকুল ইসলাম : তথ্য পাওয়া যায়নি ইউসুফ আলী চৌধুরি (মোহন মিয়া) : স্বাধীনতা যুদ্ধকালে স্বাভাবিক মৃত্যু হয় আবুল কাশেম : স্বাধীনতার পর স্বাভাবিক মৃত্যু হয়। ১০.গোলাম সারওয়ার : লন্ডনে জামাতিদের সংগঠন দাওয়াতুল ইসলাম নেতা এবং লন্ডন ভিত্তিক ইসলামিক ইনস্টিটিউটের পরিচালক ১১. সৈয়দ আজিজুল হক (নান্না মিয়া) : জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এবং জাতীয় সংসদ সদস্য ১২. এ এসএম সোলায়মান : সভাপতি বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি ১৩. পীর মোহসেনউদ্দিন (দুদু মিয়া) : সহ-সভাপতি বাংলাদেশ ডেমোক্রেটিক লিগ ১৪.শফিকুর রহমান : চেয়ারম্যান ইসলামিক ডেমোক্রেটিক লিগ ১৫. মেজর (অবঃ) আফসারউদ্দিন : আহবায়ক, বাংলাদেশ গণতন্ত্র বাস্তবায়ন পরিষদ, সভাপতি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, প্রাক্তন রাষ্ট্রপতি পদপ্রার্থী ১৬. সৈয়দ মোহসেন আলী : শিল্পপতি, প্রাক্তন সভাপতি, শিল্প ও বণিক সংস্থা এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ, প্রাক্তন পরিচালক আইএফআইসি ব্যাঙ্ক ১৭. ফজলুল হক চৌঃ : স্বাধীনতার পর স্বাভাবিক মৃত্যু হয় ১৮. মোঃ সিরাজুদ্দিন : শিল্পপতি, ঢাকা শহর সভাপতি বাংলাদেশ মুসলিম লিগ ১৯.এডভোকেট এ টি সাদি : অবসরপ্রাপ্ত, বাংলাদেশ সুপ্রীম কোর্ট ২০. এডভোকেট আতাউল হক খান: সহসভাপতি বাংলাদেশ মুসলিম লিগ ২১.মকবুলুর রহমান : শিল্পপতি ২২. আলহাজ্ব মোঃ আকিল : ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ নেজামি ইসলামী দল ২৩.প্রিন্সিপাল রুহুল কুদ্দুস : কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, জামাতে ইসলামী ২৪.নুরুজ্জামান : শিল্পপতি, পরিচালক ইসলামী উন্নয়ন ব্যাঙ্ক ২৫. মওলানা মিয়া মফিজুল হক : কেন্দ্রীয় মজলিশে সাদারাত সদস্য, বাংলাদেশ ইত্তেহাদুল উম্মাহ ২৬. এডভোকেট আবু সালেক : সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট ২৭. এডভোকেট আবদুন নাঈম : স্বাধীনতার পর স্বাভাবিক মৃত্যু হয় ২৮. মওলানা সিদ্দিক আহমেদ : কেন্দ্রীয় মজলিশে সাদারাত সদস্য, বাংলাদেশ ইত্তেহাদুল উম্মাহ ২৯. আবদুল মতিন : মহাসচিব বাংলাদেশ মুসলিম লিগ ৩০. ব্যারিস্টার আখতার উদ্দিন : সৌদি আরবে অবস্থানরত সৌদিয়া ইন্টারন্যাশনালের আইন উপদেষ্টা ৩১.তোয়াহা বিন হাবিব : শিল্পপতি, সদস্য, কেন্দ্রীয় মজলিশে সুরা বাংলাদেশ খেলাফত আন্দোলন ৩২. হাকিম ইরতিজায়ুর রহমান : স্বাধীনতার পর স্বাভাবিক মৃত্যু হয় ৩৩. রাজা ত্রিদিব রায় : করাচিতে ব্যবসা করছেন ৩৪. ফয়েজ বক্স : সভাপতি, নিখিল বাংলাদেশ মুসলিম লিগ। টিকা : এই অবস্থান ’৮৮ সালের ফেব্র“য়ারি পর্যন্ত আপডেটেড। আপাতত তালিকা তুলে দিচ্ছি।

আমার বন্ধুরা কাজ করছেন। তারা হদিস বের করে আমাকে আপডেটে সাহায্য করবেন। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।