আমাদের কথা খুঁজে নিন

   

বেল গাছে ঢিল

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

ওই ছেরা তুই বেল গাছে মারলি যে ঢিল কেমনে বাবারে কই কী যে হলো মুশকিল! বাবায় দিয়াছে বেড়া ঘরের দু'পাশ দিয়া তারেও ডিঙালি শেষে তুই কেমনে লাফায়া? পাড়ার বেবাকে দেখে শুধু দূরেতে খাড়ায়া পাকে যদি বেল আশা নাই কাকের ঘুরিয়া । কোন মোড়লের বেটা তোর এতোই হিম্মত একেলা পাইয়া বাড়ি এসে মাড়ালি ইজ্জত! কেমনে দেখাই মুখ-লজ্জা কারে কাছে কই? পারছে যে দুটো বেল এই কথাটি সত্যই। ছেরা তুই এ বয়সে করলি যে কাজখানা কাজের হইবো সাজা পুরা ষোলো আনা। বাবায় আসুক বাড়ি তোরে আনমু বান্ধিয়া চুরির বিচার দিমু শেষে কাজীরে ডাকিয়া! 01.10.2006 বি.দ্র. আসলে কবি সৈয়দ শামসুল হক "পরানের গহীন ভিতর" কবিতার বই লেখার পর এরকম কবিতা লেখার ধৈর্য্য থাকে না। তবুও লিখলাম সেরকম একটা কবিতার ড্রাফট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।