আমাদের কথা খুঁজে নিন

   

এসো, জেগে উঠি একবার ঘুমঘোর ছিড়ে

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

. . . . অনেক বছর ধরে আমরা ঘুমিয়ে আছি . . . . প্রাণহীন, নিস্পন্দ আমরা . . . . চারপাশে চলছে খান্ডব দাহন . . . . আগুনের লেলিহান শিখাও জাগাতে পারছে না আমাদের বোধকে . . . . পুড়তে পুড়তে কয়লা হয়ে গেছি আমরা . . . . আমাদের গ্রহণকাল শেষে পূর্নিমা আসে না . . . . যাযাবর সময়ের পলে পলে নিদাঘকালের ডাক . . . . তবুও আমরা নিরুত্তাপ . . . . এখনো ঘাসের মাস্তুল ছুঁয়ে ছুটে যায় রাজারাম, সীতারামের ঘোড়া . . . . আমরা সে শব্দ শুনতে পাই না . . . . ছয়মাস পরে ঘুম ভেঙ্গে জেগে উঠে ইতিহাসের পাতা থেকে কুম্ভকর্ন . . . . ছাই থেকে জেগে ওঠে পুনর্বার ফিনিক্স পাখিরা . . . . শুধু আমরা ঘুমিয়ে রই অনন্তকাল ধরে . . . আমাদের ঘুম কিছুতেই ভাঙ্গে না . . . . কিছুতেই না . . . . কিছুতেই না . . . .


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।