আমাদের কথা খুঁজে নিন

   

কথা বলার সংগী পেলে

আমার ব্যক্তিগত ব্লগ

মনের মতোন কথা বলার সংগী পেলে দুনিয়ার আর কোন কিছুর কথা কি খেয়াল থাকে? তখন আর নাওয়া খাওয়া থাকেনা। সবচেয়ে ভালো হয় এমন সময় যদি পান যখন আপনার খুব মন খারাপ বা সময় কাটানো যখন খুব মুশকিল এমন সময়। ভাবছেন এতো ব্যস্ততার মধ্যে আর এমন সময় কোথায়। আছে, ঢাকায় থাকেন আর রাস্তায় জ্যামে ঘন্টার পর ঘন্টা আটকে থাকেন নি, তাও বিশ্বাস করতে বলেন? ধরুন তখন এমন কাউকে পেয়ে গেলেন, যার সাথে মনের দরজা/জানালা খুলে দিয়ে কথা বলতে পারছেন, দেখবেন 3/4 ঘন্টা কোন ব্যাপারই না। আমার এক খালাম্বা কিছুদিন আগে রাজবাড়ি গিয়েছিলেন। পথে এক পরিচিত মহিলাকে পেয়ে গেলেন। ব্যাস, দুজনে গল্প আর গল্প। লম্বা বিরক্তিকর ভ্রমনও তখন কত মধুর!! [শোহেইল মোতাহির চৌধুরি, এটা কোন ত্বত্ত না, আপনি আমার কারনে আপনার ত্বত্ত লেখা বন্ধ করবেন না, প্লিজ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।