আমাদের কথা খুঁজে নিন

   

হায় রে স্বাস্থ্য

সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াই

টুকরো কবিতা দিয়ে শুরু করা অনেকের ইশটাইল। আমিও চোথা মারি। কবিতা আমারই, কারো বাপের না। অস্পষ্ট সামান্য দুঃখে আমিও কান্নায় ছায়া খুঁজি তখনই অরণ্য এসে ঘিরে ধরে, কাঁধে রাখে হাত। অরণ্যে রোদন ছাড়া আর কি।

এখানে লিখে সামান্যতম পরিবর্তন তো করতে পারবো না। সব অক্ষর আমাদের কান্নাজমা মুক্তো হয়ে লুকিয়ে থাক। আমাদের মন্ত্রী আব্দুল মানান ভুঁইয়া এখন দেশের বাইরে। উন্নত চিকিৎসার জন্য। কিছুদিন আগে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদও গিয়েছিলেন।

উন্নত চিকিৎসার জন্য। পুলিশের ধোলাই খেয়ে সাবের হোসেন চৌধুরী আর মোহাম্মদ নাসিমও গিয়েছিলেন। উন্নত চিকিৎসার জন্য। রোগ হোক তুচ্ছ বা গুরুতর, আমাদের মন্ত্রী আর সাংসদ উন্নত চিকিৎসার জন্য ঠিকই দেশের বাইরে যাবেন। এই খেলা চলতেই থাকবে।

আমি জানতে চাই, সব সরকারই তো উন্নয়ন উন্নয়ন করে গলা শুকান, তাহলে উন্নত চিকিৎসা দেশে বসে পাওয়া যায় না কেন? একটা দেশ চালান ওনারা, কিন্তু সেই দেশে বসে চিকিৎসা নিতে ভরসা পান না। লজ্জাও নাই এদের।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।