আমাদের কথা খুঁজে নিন

   

সে যে আর আসবে না...

ঘুমিয়ে পড়ার আগে......

রাশেদ কত হবে তার বয়স.খুব বেশি হলে বাইশ কি তেইশ. পাঁচ ,ছয় মাস হয় নেটে মিলা নামে এক মেয়ের সাথে পরিচয়.এখনো দেখা হয়নি তাদের.নেট এই কথা হয় শুধু. কাল অনেক রাত পর্যন্ত নেট এ ছিল রাশেদ.কোন এক বিশেষ কারণে তাকে বেশ খুশি মনে হচ্ছিল.কিন্তু...... মিলা প্রতিদিন নেট এ আসে কিন্তু রাশেদ কে সে আর নেটে দেখে না.রাশেদের জন্য অফলাইনে ম্যাসেজ দেয় কিন্তু রাশেদ কোন রিপ্লাই দেয় না.এই ভাবে এক দিন দুই দিন করে কয়েক মাস হয়ে যাই কিন্তু মিলা আর রাশেদের দেখা পাই না.মিলা চিন্তা করে তার কি দোষ ছিল যে রাশেদ তাকে ভুলে গেল.কত স্বার্থপর রাশেদ.......এই ভাবে এক সময় মিলা রাশেদ কে ভুলে যাই. ভুলে যেতে হয়. রাশেদের নামে বিভিন্নজনের কাছ থেকে,বিভিন্ন গ্রুপ থেকে মেইল আসতে থাকে.রাশেদের উত্তরের আশায় কেউ হয়ত অপেক্ষা করে থাকে.কিন্তু সে শুধু অপেক্ষায় করতে থাকে,রাশেদের উত্তর আর সে পাই না.এই ভাবে একটি ,দুটি করে রাশেদের ইনবক্সে কয়েক'শ মেইল জমা হয়ে যাই.কিন্তু.... ব্লগে র জন্য রাশেদ কিছু ড্রাফট রেখেছিল.কিন্তু সে গুলো ড্রাফট ই থেকে যাই.ব্লগে আর প্রকাশ হয় না. এক সময় রাশেদ কে সবাই ভুলে যাই.রাশেদের জন্য মিলা অপেক্ষা করে থাকে না.রাশেদের মেইল এর আশায় ও কেউ আর বসে থাকে না.কিন্তু তারা কি জানত এতে যে রাশেদের কোন দোষ ছিল না. রাশেদ যে হাসি মুখে ঘুমাতে গিয়েছিল .সেই ঘুম তো আর ভাঙ্গে নি.আর ভাঙ্গবেও না.ঐ ঘুম তো তার চির নিদ্রার ঘুম ছিল.সে তো মিলার সাথে কথা বলতে চেয়েছিল.সে তো উত্তর দিতে চেয়েছিল.কিন্তু তার যে সময় যে ফুরিয়ে গেল. রাশেদ যে আর আসবেনা তা কি কউে জানবে না???কেউ কি জানিয়ে দিবে না রাশেদ যে আর আসবে না??? ................................................................................ সাবি্বর চিন্তা করে এই লিখা টা ব্লগে দিতে পারবে তো.নাকি সাবি্বর নিজেই রাশেদ হয়ে যাই??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।