আমাদের কথা খুঁজে নিন

   

আপ কি খাতির

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

প্রিয়াঙ্কা চোপড়া না অক্ষয় খান্নাও না। আমিশা প্যাটেল বা অনুপম খেরও না। আপ কি খাতিরের কাহিনীটাই মজার। ধর্মেশ দর্শনের এই ছবিতে পাওয়া গেল নিউ ইন্ডিয়ার একটা রূপ।

তারপর সাসপেনস আছে। প্রিয়াঙ্কার বোন মানে আমিশার বিয়ে লন্ডনে। সেখানে তার বয় ফ্রেন্ডও আছে। কিন্তু বয়ফ্রেন্ড তার কাছে থেকে উইথড্রন। তাই সে চায় বয়ফ্রেন্ডের মনে ঈর্ষা জাগাতে।

তাই অক্ষয় তার ভাড়াতে বয়ফ্রেন্ড। বিয়ে বাড়ি লন্ডনে। প্রিয়াঙ্কা যায় বোম্বাই থেকে। সেখানে গিয়ে বের হয় আরও নানা রহস্য। তার অনুপস্থিতিতে বড় বোনের সঙ্গে প্রেমিকের সম্পর্ক গড়ে ওঠে।

সেই প্রেমিক আবার তার হবু স্বামীর সবচেয়ে কাছের বন্ধু। বেশ জমাটি কাহিনী। অক্ষয়ের কাছে এসে ধরা দেয় রহস্য। আস্তে আস্তে দুষ্টামি করতে করতেই পেয়ার এগিয়ে যায়। প্রিয়াঙ্কাকে দারুণ লাগলো।

সবচেয়ে ভাল লাগলো অনুপম খের। অ্যাকশন হিরো সুনীল শেঠি হলো আমিশার হবু বর। এখানে অবশ্য অ্যাকশন নাই। মারদাঙ্গা রক্তারক্তি প্রেম নাই এই মুভিতে। কিন্তু সম্পর্ক বোঝার বোম্বাই কায়দা আছে।

খারাপ না সেটাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।