আমাদের কথা খুঁজে নিন

   

তোর জন্মদিনে

পরিবর্তনের জন্য লেখালেখি

ঠোঁট ফুলিয়ে আছিস , না? 12টা 1 মিনিটে কেন তোকে জন্মদিনের শুভেচ্ছা জানাইনি! আমিও যে তোর মতই অভিমানী! কেন ফোন রেখে চলে গেলি ময়মনসিংহ? আমি তোকে ফোন করে করে হয়রান! তোকে সময়মত পেলে চলে যেতাম কোথাও, হয়ত দিনাজপুর, স্বপ্নপুরী । পঞ্চগড়ের গেস্ট হাইসটাও মন্দ না। ভাই বোনে বেশ হাত পা ছড়িয়ে রোদ মাখা যেত, নদীতে নেমে জম্পেশ গোসল হতো কিন্তু!!! আর গান গাওয়া, শোনার জন্য আমরা তো ........তোর গিটার , আমার গলা। রাতভর চাঁদের সাথে আবৃত্তি। ধোঁয়া ওঠা চা আর তোর প্রাণ জুড়ানো আলতো চুমু। এবার হলো না, তোর ক্লাস শেষ হোক, ঠিক যাব! অদি, জন্মদিন এলেই তুই ঢাকা ছেড়ে পালাস! আমার খুব কষ্ট হয়, তুই আমার কতটা আপন তুই জানিস? মা-বাবা নেই বলে তোর এত অভিমান? আমি কি তোর পর? আমার কে আছে? আমি জন্মদিন এলে মন খারাপ করি? আমি মনেই রাখি না আমার কে কে নেই!!! যারা সামনে আছে , তাদেরকে ভালবাসতে বাসতে একদিন টুপ করে মরে যাব! তার আগে "ভালবাসতে বাসতে ফতুর হয়ে যাব"। তোর জন্মদিনটা আমার কাছে বাংলার ইতিহাসে সবচে' গুরুত্বপূর্ণ দিন!! আচ্ছা বাবা, ঠিকাছে, আমার জীবনের ইতিহাসে! তুই খুব ভালো করেই জানিস , দুনিয়াতে আঙুলে গুনে শেষ করে ফেলা যাবে, যে কয়জন পুরুষকে দেখে এখনও বুকের ভিতর শালিক নাচে, তুই তাদের একজন, তবে সবচে' প্রিয় একজন। যদি এখনও প্রশ্ন থাকে তোকে কতটুকু ভালবাসি, বলবো, মহাবিশ্বের সীমানা কোথায় রে? অদি, তোর জন্মদিনে ----------------- তখন আমার পকেট জুড়ে বড্ড টানাটানি প্রিয়ম, তোর জন্মদিনও দিতেছে হাতছানি! পাগল হয়ে উঠি আমি নিখাঁদ ভালোবাসায় উথাল, পাতাল, চাতাল খুঁজি , নান্দনিকের আশায়! শিল্পী তো নই, নই কবিও, নই তো তেলি কুমোর এমন কিছু গড়ি না, যার থাকবে অনেক গুমোর! অদি, তুই তো মস্ত মানুষ, প্রতিভা তোর তুল্য জীব জগতে পাই না খুঁজে তাহার সমান মূল্য! উপহারের সন্ধানে যাই পাহাড় ,অন্তরীক্ষে আকাশ, সমুদ্্রকেও বলি, " দাও না কিছু ভিক্ষে"! আমার তো আর নেই রে টাকা কিনবো চাঁদের জমি যদিও ওটা যোগ্যতাতে তোর চেয়ে তো কমই! কিংবা, ধর গে, পেতাম যদি সূর্যটাকে হাতে নিদ্্বর্িধাতে দিতাম রে তোর আলোর অপেক্ষাতে! কি কিনবো? কি খুঁজবো? কোনটা সবচে' দামী? আমার কাছে আর কিছু নেই, শুধুই আমার আমি!!! শুভ জন্মদিন অদি, আমার প্রাণের ছায়া...........আমার নিত্যমায়া!!! ইমন আপু ঢাকা 23।09।2006

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।