আমাদের কথা খুঁজে নিন

   

আফ্রিকা থেকে--3 ( মুরগী বিড়ম্বনা-2 )

বন্ধুর খোঁজে

আমাদের দিনের বেশির ভাগ সময় কাটে কাজের মধ্যে । মানুষের জীবনাভ্যাস এর মাঝে কর্ম ও খাদ্য গ্রহন দুইটি আর্কষনীয় । দৈনন্দিন খাবার মেনুতে মুরগীর চাহিদা সবার চেয়ে আগে । প্রতিদিন আমরা কত টন মুরগী গ্রাস করছি এই পৃথিবীর মানুষ । আমি তো ভাই এক প্রকার ভয়ই পাচ্ছি এই মুরগী নিয়ে ।

এক বছরে যে মুরগী খাওয়া হয়েছে তা মনে হয় আমার এই পর্যন্ত বয়সে আমি আগে কখনো খাই নি । আমার চিন্তা পোকা ঘুটোর ঘুটোর করতে শুরু করেছে । স্বপ্নের মাঝে স্বপ্ন লেখা যদি এমন হয়, মুরগীর রান যেমন মানুষের পছন্দ তেমনি আগামী কাল থেকে. না এখন থেকেই মানুষের রান মুরগী খাবে। প্ল্লেটে সাজানো মানুষের রান মুরগী ঠুকরে ঠুকরে খাবে । আহ্ আমি কি সব ভাবছি আর পারি না, ভাবছি ভেজিটেবল এর দিকে যাব ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.