আমাদের কথা খুঁজে নিন

   

দাম্পত্য জীবনে মনোবিজ্ঞানীদের কয়েকটি টিপস



বন্ধু কলিনস গিয়েছিল প্যাট্রিক নামের মনোরোগ বিশেষজ্ঞের কাছে ওর গার্ল ফ্রেন্ড সম্পর্কে কিছু পরামর্শের ব্যাপারে। আমেরিকায় আবার মানসিক রোগীদের সংখ্যা অনেক বেশী। কলিনস এর মুখ দেখে প্যাট্রিক এর মূলকথা গুলো লিপিবদ্ধ করলাম। প্রেম করে কিংবা প্রেম না করে যারা সংসার করছ, তাদের সুখী দামপত্য জীবনের জন্য মনোবিজ্ঞানীদের বিশেষ টিপস্ল- ঃ জীবনের ক্ষেত্রে কোন শর্টকাট রাস্তা নেই, বদলানোর জন্য তোমার সঙ্গী বা সঙ্গিনীর প্রয়োজন সময় আর তোমার ধৈর্য। ঃ তোমার আকাশ-কুসুম বা আকাশচুম্বী প্রত্যাশাকে সংযত কর।

ঃ প্রতি বছরই অল্প কিছুদিনের জন্য হলেও একসঙ্গে বাইরে কোথাও ঘুরে এসো, আত্মীয়স্বজনের বাড়ি নয়, চেনা শহর পেরিয়ে। ঃ প্রতিটি খুঁটিনাটি বিষয়ে খোলাখুলি আলোচনা কর। সব ঘটনা বা কথা শেয়ার কর তার সঙ্গে। ঃ স্বাসথ্যসমমত শরীরিক সমপর্ক বজায় রাখা। দুর্বলতা কারও না কারও থাকতেই পারে।

এটা স্বাভাবিকভাবে ও সহজভাবে গ্রহণ করা এবং হীনমমন্যতা দুর করা জরূরি। ঃ নিজের দুর্বলতা ঢাকার কোন প্রয়োজন নেই। সব কিছু একে অপরকে জানাও। ঃ একজন হয়ে ওঠ আরেকজনের সেরা সঙ্গী, শ্রেষ্ঠ বন্ধু।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।