আমাদের কথা খুঁজে নিন

   

নিউ ইয়র্ক থেকে বলছি!

রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে...

কেমন আছেন বন্ধুরা? ভালো নিশ্চয়ই! আপনাদের দোয়ায় আমি কোন সমস্যা ছাড়াই নিউ ইয়র্ক এসে পৌছেছি। যারা আমার বিগত কয়েকটি পোস্ট পড়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন এই মেসেজটি পোস্ট করেছি। মার্কিন মুল্লুকে পা রেখে আপনাদের কথা মনে পড়লো, তাই ভাবলাম একটা ছোট-খাটো মেসেজ পোস্ট করেই দিই। এখানকার পরিবেশ আমার কাছে মোটামুটি ভালোই বলে মনে হলো, অবশ্য এটাও ঠিক যে, এত তাড়াতাড়ি কোন কিছু নিয়েই মন্তব্য করা সঠিক নয়, তবুও বললাম। তবে এদের জীবনে ব্যস্ততা অনেক বেশী।

ভালো খারাপ দুটোই লাগছে, ঢাকাকে অসম্ভব মিস করছি, মায়ের হাতের খাবার, বাবার ভালোবাসা, বন্ধুদের আড্ডা সবকিছূই মিস করছি। হয়তো জীবনে বাস্তবতা এমনই হয়। আজ সকালে(এখানকার) বাবা-মা, বড় ভাইয়া সবার সাথেই কথা হলো। সবারই মন খারাপ মনে হলো, তবে আমি ওদের বুঝতে দেইনি যে, আমারও মনটা ভালো নেই। বাসা থেকে যখন বের হলাম তখনও বাবা-মা কারোরই শরীর ভালো ছিলোনা, মা'তো এখনো কান্নাকাটি করছে।

আপনারা দোয়া করবেন যেন, আল্লাহ তাআলা আমার পরিবারের সবার মন ভালো করে দেন, পরিবার থেকে দূরে থাকার এই কষ্টগুলো যেন সবাই সয়ে নিতে পারে। আমিও যেন জীবনের এই বাস্তবতাগুলো মেনে নিয়ে আগামীর জন্যে নিজের জীবনকে গড়ে নিতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।