আমাদের কথা খুঁজে নিন

   

খেতে বসেও 2মোবাইলে চ্যাটিং

আমার ব্যক্তিগত ব্লগ

মোবাইলে বন্ধু খুজতে গেলে কি করে মানুষ? আননোউন নাম্বার এ ডায়াল করে? মেসেজ পাঠায়? কিন্তু এতে তো সে নিজেকে লুকিয়ে রাখতে পারে না। নাম্বার চলে যায়.... আবার কারো মেসেজ পেতে পেতে বিরক্ত হলেও, ব্লক করতে তো পারে না। আমি একজনের (নাম বললে রেগে যাবে) কথা বলি, ও মহা আনন্দে মেয়েদের সাথে মেসেজ চালাচালি করছে, কার সাথে কখন দেখা করবে না কি করবে এসব ঠিক করছে। খেতে বসেও 2টা মোবাইলে সেট হাতে নিয়ে মেসেজ টাইপ করছে। ব্যাপারটা খুব সহজ "আওয়াজ" এ রেজিস্টার করেছে।

সে এখন মেয়েদের লিস্ট (যারা রেজিস্টার করেছে) দেখে কাউকে মেসেজ পাঠায় (কারন নাম্বার দেখায় না)। যে মেসেজ পায় সে শুধু নিক দেখে (নাম্বার না) আবার ইচ্ছা করলে ব্লকও করে দিতে পারে। পরে মেসেজ চালাচালি করে ভালো লাগলে, হয়তো মুল নাম্বার দিতে পারে বা পরিচিত হতে পারে, সেটা পরের কথা। আরেকটা ব্যাপার কাউকে নাম্বার দেয়া, মনে রাখা (সেভ করা) যথেস্ট ঝামেলার কাজ, আমরা যে টা করি আমাদের সবাই যার যার নামে রেজিস্টার করে রেখেছি, এখন নাম বলে মেসেজ পাঠাই, নাম্বারের কোন ঝামেলা নেই। হয়তো আপনার সাথে পরিচয় হলো।

আপনিও একজন রেজিস্টার মেমবার। এক্ষেত্র আমি শুধু আমার নিকটা আপনাকে বলে দিব। আপনি সেই নিকে মেসেজ পাঠিয়ে যোগাযোগ করতে পারেন। আমাকে আর অল্প পরিচিত কাউকে নাম্বার দিতে হলোনা। আর মেসেজ পেতে না চাইলে ব্লক করে দিলেই হলো.... ব্যাপারটা খুব সহজ: রেজিস্টার করুন [link|http://www.somewhereinblog.net/farihablog/post/18556|Gfv


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.