আমাদের কথা খুঁজে নিন

   

এই নদী আমাদের সেই সে পথ (পথিক!!!!!!!)

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

এই নদী জল ছুঁয়েছিল কবে, এই নদী কবে কোত্থেকে এল কিভাবে, এই নদী শুধু যে তোমার কিভাবে কি প্রমান দেবে তুমি? এই নদী আমি চিনি চিনি এর সরল শীতলতা চিনি কষ্টের নিভৃত সমারোহে দৃষ্টি মেদুর স্রোতের উন্মোক্ততা। এই নদী আমার স্মৃতির উজ্জ্বলতম সেই ক্ষণের স্বাক্ষী, যেখানে কোমল পরশে ছুঁয়ে দেখেছিল কেউ আমায় মেলে ভালবাসার জোয়ার ভরা আঁখি। আর এই সে নদী যদি বল তোমার, তুমি আমি উন্মাদ অধর মেল সুতীব্র হাসব আর আমার প্রিয় বালুতীর ধরে হাঁটব অনন্তকাল । তুমি কি করতে চাও, কি করবে? নদীর সাথে মিশে যেতে চাও একাত্মতায় নাকি আমার এ কাটাছেড়া ছায়া ঢেকে দেবে তোমার আড়ালে, হাঁটবে পাশাপাশি অনন্তকালের সে পথে পথে? ভেবে দেখ মাত্র দুটি প্রস্তাব উপযুক্ত; আর যদি বল এই নদী শুধু তোমার , কোন লাভ হবেনা , আমি অনঢ় নিদারুন; শুধু চিৎকারে তোমার বৃথা নষ্ট হবে সময়, ভেঙে যেতে পারে গলার স্বর। তখন চাইলে আর পারবেনা কাঁদতেও। তার চেয়ে এস , বল একস্বরে মেলে অধরে অধর এই নদী আমাদের সেই সে পথ, যে পথ চলে গেছে অনন্তকালে। 14/12/2002

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।