আমাদের কথা খুঁজে নিন

   

শবেবরাতে আরবী

আমার ব্যক্তিগত ব্লগ

শবেবরাতে ছোট বোন আর বড় বোন কোরআন পড়ছে। বড় বোনের ছেলের খুব ইচ্ছা হলো কোরআন পড়বে। কিন্তু শেখা (ছোট বোন) দিল এক ঝাড়ি, "আলিফ বা পড়তে পারে না, আবার কোরআন। যদি আলিফ বা ঠিক মতোন পড়ে শোনাতে পার তো কোরআন দিব"..... সবই শোনা কথা, আমি ঘরে ঢুকে যা দেখলাম.. তামিম মহা মনোযোগ দিয়ে চুপচাপ ওর ডায়রী (এখানে ও ছবি আঁকে, লেখে) নিয়ে একটা একটা করে পাতা উলটাচ্ছে। আমাকে দেখেই বলল, "জানো? আজকে শবেবরাত, আমি রোজা রেখেছি, 5টা!"।

তারপর আবার ডায়রীর পাতা উলটাতে লাগল। একসময় এক পাতা ভরা আরবী বর্ণমালা খুজে পেল। ওটা দেখে পড়তে "আলিফ বা...", বার বার একটা জায়গায় এসে আটকে যায়। ও যাতে মনে রাখতে পারে তাই আমি বললাম, দেখো "দাল" দেখতে একদম গাছের ডালের মতোন না? ও বলল, কি যে বলো, মোটেও না দাল কেন ডাল হবে? কিন্তু এরপর থেকে ঠিকই একবারে পুরো "ইয়া" পর্যন্ত পড়তে পারল। দেখি নিজে নিজেই বার বার খুব ভালো ভাবে পড়ছে, মুখস্ত করার চেষ্টা করছে।

এই ছেলেকে আমি আজ পর্যন্ত নিজে নিজে পড়তে দেখিনি, আজ কোরআন পড়ার লোভে নিজেই মুখস্ত করছে..... (কথা হলো, কয়দিন এই ইচ্ছা থাকে..। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.