আমাদের কথা খুঁজে নিন

   

= নশ্বরে অবিনশ্বর হাসেন

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

যখন পানির রাজ্যে পৃথিবী বর্ণহীন দ্্বৈত আলোকে চন্দ্র-সূর্য আবর্তিল কি না অজানা, সৌর জাগতিক গতিময়তা ছিল হয়ত এমনি ভ্রামণিক। বায়ুর সমুদ্র-শরীরে কতকাংশ পুষ্ঠি যোগাত অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন স্তরের পীঠে সাজানো স্তরগুলো কি তখনো ছিল- লাভার পীঠে পাথর পাথরের পীঠে মাটি, পানি মাটি এবং পানির পীঠে বাতাস আর বাতাসের পীঠে মহাজাগতিক শূন্যতা। আমাদের সুশীতল গ্রহ এখন প্রাণজ সৌর রেখায় পথ চলে সুনিপুণ, হয়রানী কখনো থমকায় না তাকে বিন্দুক্ষণ, পিছু ফিরে দেখে না অতীত স্মৃতি কক্ষপথ। অংক বলে ঃ কমলা লেবুর শাখায় কিংবা গ্যাসীয় বেলুনের ছুটন্ত গমনে যদি হতো ফলাফল ব্যবধান, তবে দ্্বগ্ধ ছাই-ভষ্ম চরাচর পেত মানব অথবা হিমায়নের অপ্রাণ নক্ষত্র-দানব। অজানা সংখ্যাতীত সৃজনিত দান তোমার সেবায় নিয়োজিলেন মহাপ্রভু, তবু কোন সে হীনের পদতলে খুঁজে ফের তোমার মাথা নোয়াবার স্থান? দীঘল দিনের শ্রান্তি গিলে খায় জোৎস্না নিঝুম সৌর-প্রদীপাড়াল। অপানি, অবায়ুতে ছোটা গোলক অকম্পমান ছিটকে দেবে তোমাকে ও সাজানো সংসার, তাই পেরেকের মত ঠুকলেন টিলা, পাহাড়, পর্বত। মহানুভবে কর অনুভব স্পর্শী এই ভুবনায়িত আসবাব, জাগিয়ে চিন্তনে অনুরনণ ভাবনা ভেঙ্গে কর গ্রহণ। মহা প্রতিপালকের ভালবাসায় মানুষ অবনত হও সিজদায়....। 07.09.2006 তখনো ফজরের আযান শুনিনি তখনো পুব আকাশের আলোক রেখা গুণিনি, রাবওয়া, রিয়াদ, সৌদি আরব। ছবির জন্য [link|http://static.flickr.com/28/40536432_59215ca50e_m.jpg|K

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।