আমাদের কথা খুঁজে নিন

   

জিপিএ-5 পেল 9864 জন

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

দেশের 9টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত 2006 সালের এইচএসসি, আলিম, ফাজিল, কামিল, ব্যবসায় ব্যবস্থাপনা, এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। 9 বোর্ডে গড় পাসের হার 65 দশমিক 65 শতাংশ। পাসের হারের পাশাপাশি জিপিএ-5 প্রাপ্তদের সংখ্যাও এবার গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ 3 হাজার 941 জন বেশি পেয়েছে। শুধু ঢাকা বোর্ডেই জিপিএ-5 পেয়েছে 4 হাজার 837 জন।

9টি বোর্ডে মোট জিপিএ-5 পেয়েছে 9 হাজার 864 জন। গত বছর জিপিএ-5 পেয়েছে 5509 জন। এবারও বার্ডে মেয়েদের তুলনায় ছেলেরা ভালো ফলাফল করেছে। সাত বোর্ডে গ্রেডিং পদ্ধতির সেরা সাফল্য জিপিএ-5 পেয়েছে 9 হাজার 450 জন শিক্ষাথর্ী। যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।

এর মধ্যে ছেলেদের সংখ্যা 5 হাজার 621 জন এবং মেয়েদের সংখ্যা 3 হাজার 829 জন। গত বছর জিপিএ-5 পেয়েছিল 5 হাজার 509 জন। এর মধ্যে ছেলে ছিল 3 হাজার 426 জন এবং মেয়ে ছিল 2 হাজার 83 জন। ::::দেশসেরা নটর ডেম কলেজ::::

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।