আমাদের কথা খুঁজে নিন

   

অডিটর জেনারেল ও একজন স্কুল শিক্ষক:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

সবসময় দু:সংবাদ শুনতে শুনতে ভাল খবর শুনলে সত্যি খুব আনন্দবোধ করি। বাংলাদেশের অডিটর জেনারেল নিয়ে সম্প্রতি এক গল্প শুনলাম আমার ছোট বেলার এক স্কুল শিক্ষকের কাছে। 12 বছর আগে স্যার অবসর লাভ করেন। অথচ তিনি পাননি তার গ্র্যাচুইটির অর্থ। ঘুষ তিনি দিচ্ছেন না বলে তার অবসর ভাতার কোন দেখা নেই।

তার ফাইল কোথাও পাওয়া যায় না। স্বায়ওশাসিত এই স্কুলের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে আছে সমস্যা। অধিকাংশ শিক্ষকই তাদের অবসর ভাতা পাননি। কিন্তু স্যার আমার বড্ডো নাছোড়বান্দা। পাওনা টাকার জন্য তিনি সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন।

অন্যায়ের সাথে আপোষ করবেন না বলে তিনি স্থির করে রেখেছেন। তারই মুখে শোনা এই গল্প। গল্পটা যেমন আনন্দের তেমনি আশাবাদের। যেভাবেই হোক তিনি বাংলাদেশের অডিটর জেনারেলের সাথে তার অফিসে দেখার একটা অ্যাপয়েন্টমেন্ট পেলেন। সেখানে গিয়ে তিনি তার কস্টের কথা অডিটর জেনারেল আসিফ আলীর কাছে বললেন।

12 বছর হয়ে গেছে একজন শিক্ষক তার পাওনা অবসরভাতা পাননি জেনে অডিটর জেনারেল মহা বিস্মিত। তাৎক্ষণিকভাবে তিনি এক তদন্ত কমিটি গঠন করলেন। তড়িঘড়ি করে সম্পন্ন তদন্ত কমিটির রিপোর্টে দেখা গেল সত্যি স্যার তার পাওনা টাকা পাননি অন্যায়ভাবে। স্কুলের প্রিনিসপাল আর একাউন্টেটের টনক নড়ল। আগাগোড়া অডিট করার নির্দেশ দিলেন অডিটর জেনারেল।

অফিসে ডেকে তিনি নিজের হাতে তুলে দিলেন স্যারের পাওনা চেক। অবসান ঘটল 12 বছরের অপেক্ষার। আমার শিক্ষক সত্যি ভাগ্যবান। দেশের অডিটর জেনারেলের কাছে গিয়ে ব্যক্তিগত অভিযোগ ও দুর্ভোগে কথা তুলে ধরে 12 বছরের পুরনো সমস্যার সমাধান তিনি করেছেন। তার অনেক সহকর্মী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন জীবনের শেষ পাওনা না নিয়ে।

ঢাকা শহরের একটি প্রোথিতযশা স্কুলের শিক্ষকদের অবসর ভাতা পেতে যদি এরকম অবস্থা হয় তাহলে বাকীদের হাল কি? অভাগা এই দেশে একজন সৎ অডিটর জেনারেল আসিফ আলী কি করে বাকী অভাগাদের পাওনা শোধ করবেন? ক'জন হতভাগা কর্মচারী-কর্মকর্তা পারবেন তার একান্ত সাক্ষাৎকারের সুযোগ ও সানি্নধ্য? ক'জন পাবে তার একান্ত হস্তক্ষেপ? ঘুণেধরা এই সমাজটা বদলাবার জন্য ক'জন সৎ সরকারী কর্মকর্তার দরকার? সেই হিসেব কিভাবে মেলাব?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।