আমাদের কথা খুঁজে নিন

   

= নতুন দিনের চাষবাস

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

প্রান্ত-দিনের কৈলাসে বসে কবি গায় নতুন দিনের গান এতটুকু হেঁয়ালী নেই প্রকৃতির ঘর-সংসারে, প্রহরী ঘন্টার মত ধারণারা ঝড় তোলে অলিন্দে-অবসরে; পাথর কাটা আগুনের ঝলকানো ঢেউ লাগে কবিতার খাতায় দিনমান। পৃথিবী দেখেছে কাঠ-পাথরের মূর্তিতে, অগি্নতে রক্তের অভিমান চরম পন্থায় কাস্তের ক্ষোভ, সমতার লাঞ্ছিত প্রয়োগের দান। মমতার ম্রিয়তাকে প্রাচুর্যে তুলে ধ্যান মগ্ন সামাজিক জীব কে গড়বে সভ্যতা? কে জ্বালাবে পরিবারের দীপালী নির্জিব। ধনতন্ত্রের দেশে দেশে এখনো টাইফুন আঘাত হানে, বিভ্রান্ত জনপদ ভাঙ্গে কম্পনে, ভাসে বন্যায়-বানে! প্রকৃতি জানে না তন্ত্র-মন্ত্র, চলে মহামহিমের সংবিধানে প্রাণের পেয়ালা পূর্ণ করে সুখ খায় তরু-লতা, পতঙ্গ-প্রাণী, রক্তে আসে না হিমোগ্লোবিনের অভাব, প্রতিপালক মহাজ্ঞানী; কুরআনের পাতা খুঁজে নূহের কিশতী বানায় কালের কারিগর, সাজায় সংশোধনে। চূড়ায় বিলাসী বরফে বরফে সখ্যতা মেঘেদের চিরদিন আকাশতলের সব মানুষেরা শান্তি খাবে, পাবে ন্যায় বিচার, ঝর্ণা দুপুরে, বৃষ্টি নুপুরে, সাগর দিনের সুশান্ত পারাবার; ঝড়ের ইঙ্গিত বোঝে, তটিনী-তটের খোঁজে কান্ডারী বিচলিত নিশিদিন। মনে-মননে স্বপ্নেরা আদর্শ ফসল ফলায়, প্রাণের বাসনে খোরাকী বারমাস চেয়ে চেয়ে দেখে সবুজ এ গ্রহকে অন্তরের সৌর জাগতিক চোখ, আমাদের আদর্শ-ভূমে ডাকাত পড়েছে, চর দখলিয়া লাঠিয়াল উন্মুখ; কবি হৃদয়ের নির্যাস কলমের ফলায় গেঁথে করে যায় নতুন দিনের চাষবাস। 01.09.2006 রাতের রাবওয়াহ'র শেষ প্রহর, রিয়াদ, সৌদি আরব। ছবির জন্য [link|http://www.istanbulshotels.com/eastern-turkey-tour_files/r33.jpg|K

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।