আমাদের কথা খুঁজে নিন

   

জানতে চাই- আঁধার প্রহরের আলোকিত নক্ষত্র

পরিবর্তনের জন্য লেখালেখি

[ জানতে চাই আর গোপালা, তোমাদের ভালবাসা আমাকে দিয়েছে অনুরাধা, মিষ্টি মধুর আশা] জানতে চাই তোমার হাসির নিটোল ভাঁজে চক্ষু রেখে কানতে চাই! (আম্মাআআ) জানতে চাই তোমার জন্য গাওয়া ঘিয়ে মুরগি আমি রানতে চাই জানতে চাই তোমার কানে সুর বহিয়ে সারা জীবন গানতে চাই! (বাঁচাওওও) জানতে চাই তোমার জন্য সিয়ার্স টাওয়ার আবার আমি বানতে চাই। (ক্লোজআপহাসি) জানতে চাই তোমায় মিষ্টি বানাবো তাই দশ মণ দুধ ছানতে চাই। জানতে চাই তোমার জন্য সেতার শিখে রাত বিরাতে তানতে চাই। জানতে চাই তোমার জন্য লক্ষ জমিত সোনালী ধান ধানতে চাই। (ক্লোজআপহাসি)(ক্লোজআপহাসি) জানতে চাই তোমার জন্য দুইটা শিকে গরুর ভুনা নানতে চাই।

জানতে চাই তোমার জন্য মেয়ে হলেও ছেলে হয়ে ভানতে চাই। জানতে চাই তোমার পায়ে ব্যথা হলে মার্সিডিজটা আনতে চাই। জানতে চাই তোমার জন্য ছড়া লিখে প্রতিভাটা শানতে চাই। জানতে চাই "আমার" হলে, ব্রুটাস হয়ে গোপুর বুকে হানতে চাই। (খাইয়ালামু) জানতে চাই তোমার জন্য এই জনমে জীবনটাকে দানতে চাই।

জানতে চাই তুমি আমায় প্রেম দেবে না এই কথা না মানতে চাই!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.