আমাদের কথা খুঁজে নিন

   

= অসমাপ্ত অভিধান

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

শামিল জীবনের রঙ উঠা দিন সব, এখনো খাঁটি অভিধান রচনা করতে পারিনি সুখী মানুষের; একখানি প্রচ্ছদ এঁকেছেন ভূমির প্রথম দিনে স্রষ্টা-সুন্দর। তাই জানি সাফল্য ফলাতে হবে লাঙলে-কলমে; অনাবাদী ভাগ্যের ভিটে-মাটি। আমার প্রথম দিন কাঁপানো ব্যাথায় ঝড় উঠে রাতে, ধাত্রীর হাতে সঙ্গিন আয়েশী ঘুমের বাড়ন্ত কলি জননী করেছে লালন, শ্রম-ঘাম নেই, সুপরিসরে মোরে বিধাতা করেছে পালন। আজ এলো ব্যবধান এলো নাড়ী কাটা মহাক্ষণ! শীৎকারে, হাহাকারে পরীক্ষা হলো ধারালোর ধার; পৃথিবীতে সে-ই ছিল আমার প্রথম চিৎকার! আমার সংগ্রামের ইতিহাস রক্ত এখানে ঘাম হয় কভু, কখনো অশ্রুর পরিহাস। কান পেতে শোনে দুঃখের ঝুলিতে রাখা যত কিচ্ছা জনে জনে সাজে মহাজন; উপদেশ বাণী শোন হেঃ না হয় যা কর ইচ্ছা। লাবন্য আসে না আর জীবনের সফেদ জমীনে অপেক্ষমান তাই গুনগুনিয়ে পথ চলি, থমকে দাঁড়িয়ে কবিতা লিখি দিনমান। 29.08.2006 রাবওয়া'র খণ্ড মেঘে ভরা রাত, রিয়াদ, সৌদি আরব। ছবির জন্য [link|http://files.myopera.com/SaphireIo/albums/8340/thumbs/incomplete.jpg_thumb.jpg|K


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।