আমাদের কথা খুঁজে নিন

   

= আত্মার তিয়াস

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

তুমি জানো না বন্ধু- আমি কেন আকাশে হাত বাড়াই এক আকণ্ঠ প্রশান্তিখেয়ে আমি তৃষিত আত্মাকে জুড়াই। তোমাদের প্রচলিত ভোরগুলো আমাকে ফুটতে দেয়নি যেভাবে বেড়ে উঠে সুবাসী কলি-পাপড়ীতে গোলাপেরা কাঁটাবনে, চর্বিত ভূসি, আত্মার খাওয়া, দিনে দিনে পঁচা পানি বদলে নেয়নি অযাচিত জ্ঞান, যাচিত বিদ্যা, কণ্ঠ ছিঁড়ে খাওয়ালো স্বজনে। সুখের সংজ্ঞা বলেনি তোমাদের কেউ; আমি তাই করেছি বিষপান লোমে লোমে দ্রোহ, কুপে জ্বলন্ত লাভা, নীল জীবনের তিক্ত সন্ধিক্ষণ আমি চলি পথে পথে, ছায়া চলে সাথে সাথে, উন্মাদনায় বিভ্রান্ত দিনমান, কালের দুয়ার ঠেলে ঢুকে পড়ে দিনের পর দিন-মাস-বছর; তবু বিষাক্ত তনুমন। দু'কুল চাপানো যৌবন যেন হতাশ বৃদ্ধ এক -অকুল সাগরে তরী মাঝি-বৈঠাহীন দিবসের ঘামগুলো শুকায় না রাতের দু'টি একাকী প্রহরে; কান্নার নেই অবসর, ডোরাকাটাদের ভয়ে দুপুরের রোদে কেঁপেছি ঠকঠক! পাথুরে সে পথে চলা প্রতিদিন আমি থমকে দাঁড়াতাম যমীনে ঠেস দিয়ে ঐ আকাশকে বুকে চেপে; যখন শেষ হতো ভাল লাগা নশ্বর। তুমি জানো না বন্ধু আমি আকাশে কেন যে শান্তি পাই; দু'হাত বাড়িয়ে, দু'চোখ ভিজিয়ে আত্মার নাড়ী প্রশান্তি জুটাই। 26.08.2006 নীলাভ আকাশের শেষ রাত, রাবওয়া, রিয়াদ, সেীদি আরব। ছবির জন্য [link|http://www.simplehealth4u.com/cards/oceanlight.jpg|K

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।