আমাদের কথা খুঁজে নিন

   

আমার বই- আমার 'দুঃখ, তোমার অভিসারে যাবো'

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

পাঠক, সহযাত্রী আপনাদের ভালোবাসায় আমার লেখালেখির জীবনের 'সম্বল তার কম্বলখানি' একটি মাত্র কবিতার বই....'দুঃখ, তোমার অভিসারে যাবো'....বের হয়েছিলো দু'বছর আগে। স্বজনদের অনুপ্রেরণা না থাকলে বইটি হয়তো আলোর মুখই দেখতো না। জ্ঞাতার্থে জানাচ্ছি- প্রচ্ছদ এঁকে, অলংকরণ করে দিয়েছিলো চারুকলায় অধ্যয়নরত আমার এক ছোটো ভাইয়ের মতো- শামীম আকন্দ। তবে নিজের টাকায় বই বের করার বিষয়টি টের পেয়েছিলাম হাড়ে হাড়ে। বইটি বেরিয়েছিলো একুশে বইমেলায় 2004-এ। এইচ এম ইব্রাহিম খলিল-এর প্রকাশনা সংস্থাটি ছিলো- ন্যাশনাল পাবলিকেশন 38/4, বাংলাবাজার, ঢাকা-1100 আর পরিবেশক ছিলো- রূপসী বাংলা লিঃ লন্ডন এস.ডবি্লউ. 17 ওএসজি ফোনঃ 020-8672-7843 চার ফর্মার বইটির দাম রেখেছিলো পঞ্চাশ টাকা মাত্র। বইটির তেমন কপি নাই আমার কাছে। উপরোক্ত ঠিকানায় কেউ খোঁজ নিলে পেতে পারেন। পথিক, ত্রিভূজ, কৌশিক যারা খুঁজছিলেন আমার বই নিম্নোক্ত ঠিকানায় কয়েকটি কপি আপনাদের সৌজন্যে রেখে দিলাম- বিদ্যা বিতান 64এফ/10, পান্থপথ মোড় লাজ ফার্মার নিকট কলাবাগান, ধানমণ্ডি, ঢাকা-1205।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।