আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়তমা-২

সুন্দর-অসুন্দর সময়

মেঘের চুম্বনে তোমার বার্তা পেলাম আমি নরম হিম হিম সন্ধ্যায় ছায়াঘন স্বপ্নের মতো এমন ঘনঘোরে আবার ডাকলে কেন, বলো মায়াবতী? শ্রাবণের প্রশস্ত সিঞ্জনে তোমার উষ্ণতা খুঁজেছি কতদিন দিগন্তের কালো পর্দায় দৃষ্টি ডুবিয়ে ভেবেছি হলদে শাড়ির আঁচল বেয়ে আবার আসবে তুমি আলতো মুছিয়ে দিতে পথিকের অশ্রু-শ্বেদ তোমাকে খুঁজতে গিয়ে প্রশস্ত বেলাভূমে চোরাবালির নরম হৃদয় ছুঁয়ে এসেছি কতবার বলাকার আকাশ আমাকে দিয়েছে সূর্যাস্তের রঙ ওই রঙ ছুঁয়ে জোনাকির মতো নত্র হয়ে গেছো তুমি আমি গ্রীক পুরাণ চষে চুরি করেছি ইকারুসের ডানা আর আত্মহত্যার মতো নরম স্বপ্ন নিয়ে উল্কার মতো ঝাঁপিয়ে পড়েছি জ্বলন্ত মহাশূন্যে হে অগ্নিময় মহাজগত! আমাকে পুড়িয়ে দেবে দাও শুধু একবার, অন্ধ-হাতড়ে ফেরা সবুজ মাধ্যাকর্ষে নাক ডুবিয়ে নিতে দাও প্রিয়তম চেনা ঘ্রাণ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।