আমাদের কথা খুঁজে নিন

   

ঝরা পাতা

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

একখানা কাব্যগ্রন্থের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ করে ঝরা পাতায় চোখ আটকে গেলো কাল। আজ তাই কবিতাখানা ঝরা পাতার জন্য পোস্ট করলাম। এ আমি কোথায় এসে পড়েছি হঠাৎ? ঘাটে নৌকো বাঁধা ছিলো; কী খেয়াল হলো খুঁটি থেকে দড়ি খুলে চেপে বসলাম গলুইয়ে, ভাসলো নৌকো ঘন কুয়াশায়। কিছুটা কুয়াশা কী করে আলতোভাবে যেন মাথার ভেতরে ঢুকে গেলো, শুধু মনে পড়ে, আসার সময় আমার পায়ের নিচে শুকনো পাতাগুলো খসখসে স্বরে পুরনো দিনের কোনো কাহিনীর মতো কিছু একটা বলছিলো। কুয়াশায় চতুর্দিক মতিচ্ছন্ন খুব, কিছুতেই সম্মুখের দিকে কোনো কিছু দেখা যাচ্ছিলো না; যদি বলি, সে মুহূর্তে অন্ধকারে একটুও ভয়ডর ছিলো না আমার, বুকের ভেতর কোনো প্যাঁচা হুম্ হুম্ ডেকে ওঠেনি, বরং এই কুয়াশায় যদি লুপ্ত হই, তা হ'লে কিছুই এসে যাবে না আমার। কেবল পড়বে মনে পায়ের তলায় ঝরা পাতা কী যেন শোনাতে চেয়েছিলো। ............................................................শামসুর রাহমান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।