আমাদের কথা খুঁজে নিন

   

নেট ছাড়া জীবন (চার দিনের বাসি)

অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।

গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত ব্লগে কত কিছু ঘটে গেলো, কিন্তু আমি কিছুতেই ঠিক মত থাকতে পারলাম না। আমি বেশি পোস্ট না করলেও কমেন্ট পড়ি ও করি, এবং অন্যান্যদের পোস্ট পড়ি। আড্ডা চলতে থাকলে অর্থহীন কথায় অংশগ্রহন করি। আর এম এস এন এ চ্যাট না করলে দম বন্ধ হয়ে আসে, তাই ওটাও চলে সব কিছুর পাশাপাশি।

মাঝে মাঝে একে ওকে টুকটাক ইমেইল, ফরোয়ার্ডপড়া, হাই ফাইভ নিয়ে নাড়াচাড়াও হয়। যেই মেয়ে প্রতিদিন একটানা দুই তিন ঘন্টা ইনটারনেটে কাটিয়ে দিতে পারে, সেই মেয়ে আট দিনে দুই তিন মিনিটের বেশি নেটের ধারে কাছেও যায় নাই, ভাবাই যায়না। কিন্তু অভিজ্ঞতা দিয়ে একটা জিনিষ আবিস্কার করলাম, নেটে আমি যেই সময় নষ্ট করি, সেই সময়ে বহু মুল্যবান কাজ শেষ করা যায়। সে সব কাজ নিম্নে লিস্ট করলাম: 1। ক্যানবেরা থেকে বিয়ে খেয়ে আসা 2।

আমার চির-অগোছালো-পড়ার-ঘর গোছানো 3। প্রায় প্রতিদিন তিন ঘন্টার মত পড়াশুনা করা 4। ঠান্ডা মাথায় সব কিছু চিন্তা করে তারপর কাজ করা [ নেটে থাকলে মাথা সবসময় গরম থাকে] কিন্তু ব্লগে বেশ কিছু জিনিষ মিস করেছি, যেমন: 1। বন্ধু দিবস যেহেতু এটা মিস করলামই, আমার শুভেচ্ছাটা একটু দেরিতে দিতে হচ্ছে সবাইকে। বিশেষ করে: -শাওন ভাইয়া: ফ্রানস থেকে এতো ভালো একটা ভাইয়া পাবো জীবনেও ভাবি নাই।

শাওন ভাইয়ার প্রায় সবকিছুই ভালো, শুধু দুঃখ দুঃখ ভাবটা গেলে পুরোটাই ভালো হয়ে যাবে। - খুশবু আপু: আমার থেকে বয়সে মাত্র এক বছরের বড়, কিন্তু মনের দিক দিয়ে মনে হয় অনেক বড় (তাই আপু ডাকি)। এই মেয়েটাকে আমার ভীষণ ভালো লাগে। অনেকদিন আগে আমাকে নিয়ে একটা পোস্ট করেছিলো, তাই দেখে আমার প্রায় কান্না চলে আসছিলো, যদিও কাঁদার মত কিছু ছিলো না। বন্ধু দিবসে ওর পোস্টে আমার নাম প্রথমে দেখে খুব ভালো লেগেছে।

রিনয়: এই পিচ্চির এই মাসে 15 হবে, বা হয়ে গেছে। পড়াশুনা করে না, খালি স্কুল ফাকি দেয়। এই আমি: আমার মিতা। ওর সবকিছুই আমাকে সারার কথা মনে করিয়ে দেয়। ওর পোস্টগুলো পড়তে মজা লােেগ।

আমি কোথায় থাকি এটা জানতে চেয়েছিলো জেনে ভালো লেগেছে। যাহা হউক, আমি বুঝতে পারছি যে পড়াশুনাটা নেটের থেকে বেশি জরুরী (যদিও আমি অন্যটা ভাবতেই বেশি পছন্দ করি)। তাই এখন থেকে প্রতিদিন আধঘন্টার বেশি থাকব না। একটু কষ্ট হবে, কিন্তু, No pain = No gain.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।