আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন জানান, হরতাল চলাকালে নগরীতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর তারা পাননি।
সকাল সাড়ে ৮টায় সিপিবি-বাসদ কর্মীরা নগরীর জিন্দাবাজার থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত হরতালের সমর্থনে মিছিল করেন। মিছিলের আগে জিন্দাবাজারে একটি সমাবেশও করেন তারা।
বাম নেতারা এ সময় ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
এছাড়া নেতকার্মীরা সকাল সাড়ে ৬টা থেকেই নগরীর কোর্ট পয়েন্টে অবস্থান নেন।

বন্দরবাজার ও কিনব্রিজ এলাকায় বিক্ষিপ্ত পিকেটিংয়েরও খবর পাওয়া যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নগরবাসীর নিরাপত্তায় শহরের সবগুলো পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও র‌্যাবের টহল ছিল। ”
হরতালে নগরীতে রিকশা ও অটোরিকশা চললেও ভারী যানবাহন বন্ধ ছিল। প্রধান সড়কগুলোতে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ ছিল।


গত রোববার বিকালে নগরীর কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের জনসভা চলাকালে সশস্ত্র ছাত্রলীগকর্মীরা সেখানে হামলা চালায়। এতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ অন্তত ছয় নেতাকর্মী আহত হন।
ওই হামলার পর তাৎক্ষণিকভাবে সোমবার সিলেটে এই হরতালের ডাক দেয় সিপিবি ও বাসদ।
হামলার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ সংগঠনের সিলেট জেলা শাখা বিলুপ্ত করা হয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।