আমাদের কথা খুঁজে নিন

   

আকাশ

|শৈল্পিক সৌন্দর্যের লীলাভূমি|

সাগর থেকে নীল উঠে আকাশে আকাশও খুব সাগর ভালোবাসে আকাশ সাগর কোলাকুলি করে আকাশ থেকে নীল সাগরে পড়ে আকাশ হতে চাঁদের আলো ঝরে জগতটারে দেখে সে প্রাণ ভরে চাঁদটা কি গো আকাশের এক চোখ অন্যটাকি দিনের সূর্য্যালোক আকাশের গায় লেপ্টে থাকে মেঘ শুভ্র শাদা কালো কিংবা লাল আকাশের গায় মেঘ পেতে দেয় জাল আকাশ নায়ে মেঘ তুলে দেয় পাল আকাশের শরীর কুষ্ট রোগে ভরা দুষ্ট তে রাত্রে জ্বলে তারা যক্ষ্মা রোগীর মত আকাশ কাশে ঝড় উঠে যায় আকাশ যখন হাসে আকাশ দেখে পাখি উড়া উড়ি ভালোবাসে নানান রঙ্গের ঘুড়ি আকাশ বাতাস করে কানাকানি সর্বদা নীল পর্দা রাখে টানি আকাশ খুব মানুষ ভালোবাসে মৃতু্য নিয়ে তার দূয়ারে আসে আকাশের বুকে আছে মৃতু্য বিল আত্মা দিয়ে চাষ করে সে নীল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।