আমাদের কথা খুঁজে নিন

   

মন আমার দেহঘড়ি - 1 : শুরুতে গানের লিরিক্স

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

আবদুর রহমান বয়াতী যদি আমাকে কোনদিন এমন একটা সুযোগ দিতেন যে আমি যে একটা অনুরোধ করব, উনি তাই রাখবেন, তাহলে ামি তাঁকে বলতাম আপনি আর গান গাইয়েননা ... একটা গানই যে একজন মানুষকে চিরস্মরণীয় করে রাখার জন্য যথেষ্ট, তা 'মন আমার দেহঘড়ি' গানটা শুনলে সবসময়ই মনে হয়। গানটার লিরিক্স বোঝার চেষ্টা করেছি অনেক, কিন্তু বয়াতী ঢঙের কিছু উচ্চারণ কোনভাবেই ধরতে পারছিনা ... যতটুকু ধরতে পেরেছি (ভুল না শুদ্ধ জানিনা) এখানে তুলে দিচ্ছি ... যে অংশটুকু ধরতে পারিনি তার জন্য শূন্যস্থান রেখে দিলাম (একেকটা শব্দের জন্য একেকটা গাঢ় ড্যাশ) ... ভুলগুলো ধরিয়ে দিলে বা শূন্যস্থান পূরণ করে দিলে চিরকৃতঞ্জ থাকব [সাইজ=4] [গাঢ়] মন আমার দেহঘড়ি [/গাঢ়] [/সাইজ] একটি চাবি মাইরা, দিল ছাইড়া, জনম ভরে চলিতেছে; *মন আমার দেহঘড়ি সন্ধাণ করি কোন মেস্তুরী বানাইয়াছে, মন আমার দেহঘড়ি ।* [গাঢ়] 1-- [/গাঢ়] একখান কেস বানাইয়া মেশিন দিল তার ভিতর, রংবেরঙের বার্ণিশ করা দেখতে ঘড়ি কি সোন্দর! দেখতে ঘড়ি কি সোন্দর! তিন [গাঢ়] 2-- [/গাঢ়] করম সারা, বয়লারে মেশিনের গুড়া, তিনশ সত্তুর [গাঢ়] 3 -- [/গাঢ়] আর ষোল্লজন পাহারায় আছে; *মন আমার ....* ঘড়ির হাইস্পিডিং [গাঢ়] 4-- [/গাঢ়] চেইন লিভার হইল কলিজায়, ছয়টি বলে আজাব কলে দিবানিশি প্রেম খেলায়; দিবানিশি প্রেম খেলায়। ঘড়ির তিনকাঁটা বার জুয়েলে মিনিটকাঁটা হইল দিলে ঘন্টার হয় আককেলে, মনটারে সেকেন্ডে দিছে; *মন আমার ........* ঘড়ির [গাঢ়] 5-- [/গাঢ়] [গাঢ়] 6-- [/গাঢ়] কলকব্জা বেশুমার, দুইশ ছয়টা হাড়ের জোড়া, বাহাত্তর হাজারও তার; বাহাত্তর হাজারও তার। দেহঘড়ির চৌদ্দতালা, তার ভিতরে দশটি নালা, নয়টা বন্ধ একটা খোলা গোপনে এক তালা আছে। *মন আমার .......* ঘড়ি দেখতে যদি হয় বাসনা চলে যান ঘড়ির কাছে, যার ঘড়ি সে তৈয়ার করে ঘড়ির ভিতর লুকাইছে; ঘড়ির ভিতর লুকাইছে। [গাঢ়] 7-- [/গাঢ়] সত্তুর হাজারে, তার ভিতরে লড়েচড়ে, ঞ্জান-নয়ন ফুটলে পরে দেখতে পারবেন চোখের কাছে; *মন আমার .......* ওস্তাদ আলাউদ্দিনে ভেবে বলছেন, ওরে আমার মনবোকা; রহমান মিয়ার কর্মদোষে হইলনা ঘড়ির দেখা; হইলনা ঘড়ির দেখা। যদি ঘড়ি চিনতে পারতাম, ঘড়ির জুয়েল বদলাইতাম, ভরা জুয়েল বদলায়েইবা ক্যামনে যাই মেস্তুরীর কাছে? *মন আমার .... *

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।