আমাদের কথা খুঁজে নিন

   

= ছাই-এ গড়া প্রাসাদ

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

নাইলনের সুতোয় বুনা জাল যেন এক সময়কে করে উপহাস! শৈশবের নাটাই ভেঙ্গে বেরোয় যৌবন-ঘুড়ি বয়সী হাতের আশির্বাদে সংসারী হয় উড়ুমন, কে বলে এখানে অগি্নবীণা নেই? সায়াহ্ন সন্ধ্যায় জ্বলে উঠে গোধূলী দিন, বিদায়ের চারিতায়। হাত কচলানো প্রহরকে ভাবি সঞ্চয় অযুত-নিযুত নিয়তির অঢেল দান আঙিনায় জমা আর অবহেলিত পাতাগুলো জমিয়ে যতনে গড়ি স্মৃতির দেয়াল হাতুড়ি হাতে করে দাঁড়িয়ে আড়ালে ভাঙ্গনের কারিগর। সমস্ত দিন আসে, সব পাখি নীড়ে হাসে, তবুও যাতন চন্দ্রিমা রাত নেই, নেই কোন প্রাতঃ নেই, কেবলি ভাঙ্গন। উপহাসের চিতায় ভস্ম প্রতিটি জীবন; ছাই-এ গড়া প্রাসাদ তবুও স্বপ্ন ডাকে আনন্দ-বাসরে; কেটে যায় আরেকটি রাত ত্রস্ত পদে বেরিয়ে পড়ি দিবসকে সাজাতে; প্রশান্তি তুলে আনি দানীতে ডোবানা ফুলগুলো বাসী হয় তবু; বেঁচে থাকি আরেকটি দিন। 11.08.2006 মদীনা মুনওয়ারা, সৌদি আরব। ছবির জন্য [link|http://www.kasubaworks.com/works52_85/pages/whitemarble.htm|K

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।