আমাদের কথা খুঁজে নিন

   

ছোটবেলা 4

আমার কথা

যখন আস্তে আস্তেবড় হচ্ছি তখন ভাইবোনদের সাথে অনেক সময়ই ঝগড়া লাগত অবশ্য ঝগড়া শুরু হতে যেমন সময় লাগত না তেমনি শেষ হতেও সময় লাগত না। কারো ব্যাবহারে কষ্ট পেলে মনখারাপ হত ,তার সাথে কথা বলতাম না। দু এক দিন তার সাথে কথা বলতাম না । তারপর সব ঠিক হয়ে যেত। এমনটি আমার বন্ধুদের বেলায়ও ঘটেছে।

বন্ধুর সাথে ঝগড়া হলে মিলতে দু একদিন লাগত। তবে সিরিয়াস ঝগড়া হলে এক সপ্তাহও লাগত। এখন ঝগড়া হলে সাথে সাথে মিলে যাই। বাবা মা যদি কখনও বকা দিত তবে মনখারাপ একটু কমই হত । কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বকার সাথে সাথে মার খেতে খারাপ লাগত যদিও মার খেতাম কম।

সবচে বেশি খারাপ লাগত যখন টিচারদের হাতে মার বা বকা খেতাম। লজ্জায় মাথা কাটা যেত। আজও আমি চেষ্টা করি যাতে টিচারদের কাছ থেকে মার বা বকা খেতে না হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।