আমাদের কথা খুঁজে নিন

   

= দ্বৈত সমাধান

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

যেখানে প্রদীপ নেই, জেনো শীতল অন্ধকারের কুয়াশা প্লাবনে ধুয়ে যায় পৃথিবী, মাটির নির্যাস আর পাথরের আড়াল থেকে বেরিয়ে আসে দৃষ্টিকটু, বেমানান, অসম জ্বলতে গিয়েও নিভে যায় প্রদীপ, আলোর পিপাসা। হেমন্তের আকাশে চিলেকোঠাও নেই, পাখিরা কোথায় বাঁধবে সুখের নীড়? তপ্ত বৈশাখ, হিমায়িত নির্ঝর এখনো ঐ যে পেছনের সরু রাস্তাটা কখনো কাঁদায়, কখনো কাঁপায় অনেক শ্রান্ত শ্রমিক কাংখিত সোনা খুঁজে পায় না হেথায়। প্রতিটি জীবন আমাদের নক্ষত্ররাত, অপেক্ষিত মহাকাল উল্কার আবর্জনা ধূমকেতুর ঝাড়ুতে কুড়োলেও বাকী থাকে দ্বৈত সমাধানে থম্কে দাঁড়ায় গণিত, জীবনের ভাগফল এখন দাঁড়িয়ে আছি যেখানে ব্যর্থ মধুচন্দ্রিমার সকাল। 04.03.2005 মদীনা মুনওয়ারা, সৌদী আরব। ছবির জন্য [link|http://www.nasa.gov/multimedia/imagegallery/image_feature_626.html|K

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।