আমাদের কথা খুঁজে নিন

   

ইহা ত্রাণ নহে; ইহা মারণাস্ত্র

আমার চিন্তা, আমার চেতনা, আমার অভিজ্ঞতা

[গাঢ়]দেখিতে ত্রাণসামগ্রীর মত মনে হইতে পারে। তাই বলিয়া ইহাকে ত্রাণসামগ্রী মনে করিয়া ভুল করিবেন না। ইহা খুবই শক্তিশালী মারণাস্ত্র (artillery shells)। যাহা দিয়া লেবাননের অবোঝ শিশু ও নিরীহ জনসাধারণকে নির্বিচারে হত্যা করা হইবে।[/গাঢ়] আমেরিকার বাতর্া সংস্থা এসোসিয়েট প্রেস এর প্রতিনিধি জ্যাকব সিলবারবার্জ এর কিছুক্ষন আগে তোলা আজকের এ ছবিতে কয়েক জন ইসরায়েলী সৈন্যকে দক্ষিন লেবাননে লেবানীজদের নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোর জন্য প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।