আমাদের কথা খুঁজে নিন

   

ফটো ব্লগিং 3 ঃ শখ ও যান্ত্রিকতা

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

প্রথমদিকে বাবার টাকায়, পরের দিকে নিজের টাকায়, আরও পরে বাবার দেয়া সম্পত্তির ভাগের টাকায়, তারপর এক সময় বউয়ের কাছ থেকেও টাকা ধার করে পাগলের মতো এই শখগুলো মেটানোর চেষ্টা করেছি। অনেক কষ্টের মধ্যে দিয়েও এই দুটো শখ বেশ ভাল ভাবেই এবং অত্যন্ত বর্বরের মতই পূরণ করেছি। "বর্বর" শব্দটা ব্যবহার করছি এই কারণে যে এই শখ পূরণ করতে যেয়ে সংসারে অভাব এসেছে। সংসার মাঝে মাঝে অভাবের চরে আটকে গেছে। কখন কিভাবে ঘরে অভাব মাথা চাড়া দিয়ে উঠতো বুঝতাম না।

আমার বউ সেটা খুব ভাল করেই জেনেছিল। হাড়ে হাড়ে টের পেয়েছিল। তখন আবার সেই সব শখের জিনিষ কম দামেই বিক্রি করে দিতাম। মানুষ কখনও যে যন্ত্রের দাস হতে পারে সেটা তার জানা ছিল না। আর যখন জেনেছিল তখন আর তার কিছুই করার ছিল না।

কারণ আমার মত যন্ত্র পাগল মানসিক রোগী তখন সব চিকিৎসার উর্দ্ধে। তবে অনেক বিচিত্র অভিজ্ঞতা অর্জন করেছি। বিশ্বের সব বিখ্যাত ব্র্যান্ডের আর বিভিন্ন মডেলের ক্যামেরা সংগ্রহ করা ও ব্যবহার করা ছিল আমার নেশা। গান শোনার যন্ত্র হিসেবেও সব চাইতে সৌখিন আর কাসিক যন্ত্রপাতি কেনা আর ব্যবহার আমাকে পেয়ে বসেছিল। সেই সাথে ক্যামেরা ও মিউজিক সিষ্টেম অদল বদল করার একটা বাজে অভ্যাসও গড়ে উঠেছিল।

এই শখের পিছনে দৌড়াতে যেয়ে সংসার জীবনের শুরু থেকে এখন পর্যন্ত বেশ কষ্ট করেই চলতে হয়েছে। ফলে আমার বউয়ের বাস্তব জীবনে কোন সতীন না থাকলেও ক্যামেরা আর গানের যন্ত্রগুলো তার কাছে সতীনের চাইতেও কোন অংশে কম ছিল না। ছবি ঃ প্রকৃতি ও সৌন্দর্য (বিভিন্ন সময়ে শখের বশে তোলা আমার কিছু ছবির সংগ্রহ থেকে)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।