আমাদের কথা খুঁজে নিন

   

= শেকড় সওগাত ঃ পরিচয়

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

অনিন্দ দিনগুলি ধীরে ধীরে নিন্দার সাগরে নিমজ্জিত হয়ে যাচ্ছে; আমাদের স্বপ্ন-তরী। আগামী কাল যদি আজ হয়, তাহলে আজ তো গতকাল হবেই। শরৎ মাঠের ফসলে ফসলে ইঁদুর পড়েছে এখন। শাওন মেঘেরা বিভক্ত আকাশে আকাশে। চন্দ্র দীপালী জ্বলে বৃষ্টি ভেজা চোখে আর জোনাকীরা ঘুমায় স্নাত পাতাদের আড়ালে আদরে।

গল্প বলার শুভ্র কেশীরা ক'বেই ঘুমিয়ে পড়েছে নিভৃত কবরে। আধুনিক পূর্ণিমা রাতে তাই কেউ আমরা জেগে থাকি না। দু'চোখের আলোকে গুটিয়ে রাখি বালিশের নীচে আর স্বপ্নগুলো যতনে লুকাই বিছানার তলে; অলখে চুপিসারে। অঞ্চলে অঞ্চলে উৎপাতে হায়েনা, অপেক্ষায় থাকে পিপাসার্ত লালা ঝরিয়ে, 'কখন নামবে অাঁধার, কখন আসবে সুদিন(?), রক্তপিয়াস যে নিদারুন, মেটানোর অজুহাত তো কাবিলই রচনা করেছে বসতির শুরুতে, তবুও কেন যে সিকি পার করেও মেটাতে পারিনি তৃষ্ণা'; -আমি কান পেতে শুনি অন্ধকারের ফিসফাস! যে চোখ স্বপ্ন দেখে, তার কাঁদতে নেই; সত্যাশ্রয়ী আত্মার ক্লান্তি নেই। মিলনের আনন্দকে তুলে রাখ ওপারের বাসরে, অতৃপ্ত সুখ খোঁজ এপারের মধুচন্দ্রিমার আমাবশ্যায়।

'বুলি'র কুর্নিশ গুছিয়ে বালির বাঁধ নির্মাণ ঢের ভাল, কিন্তু আমি যে বিভোর হই শীশার প্রাচীরে প্রাচীরে; হাতে হাতে; ভূমিতে ভূমিতে; এপারে-ওপারে। ======================================== [[সুহৃদ দূরের কণ্ঠস্বর সেদিন যেন দূর থেকেই একটা ভাবনা ছুঁড়ে দিল আমার চিন্তার সাগরে, মৃদু কম্পন দেখেছিলাম জলের বাঁধনে, তারপর ঢেউ আর ঢেউগুলোই যেন তীরে ঠেকলো আজ। অবচেতনায় আমিও যেন অনুভব করছিলাম কবিতার জন্য, কিছু গদ্যের জন্যও আরেকটি পাতার। এক পাতায় সবকিছুর মিশ্রণ থেকে সুজনেরা খুঁজে পায় না অনেক সময়; যা তারা চায়। তাই এই নতুন পাতাটি নিলাম, বললাম, জানালাম, রাখলাম আমন্ত্রণও...।

]]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।