আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ 65তম মৃতু্য বার্ষিকী

আমার চিন্তা, আমার চেতনা, আমার অভিজ্ঞতা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ 65তম মৃতু্যবার্ষিকী। রবীন্দ্রনাথের অপার সৃজনশীলতায় সমৃদ্ধ হয়েছে বাংলা সাহিত্যের সবক'টি শাখা। তার অমর সৃষ্টির মধ্য দিয়েই বিশ্ববাসীর সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে বাংলা সংস্কৃতি ও বাঙালির। কবিতা দিয়ে তাঁর সাহিত্যচর্চা শুরু হলেও কোনো এক শাখায় তিনি স্থির থাকেননি। বৈচিত্র্যের প্রতি প্রবল আকর্ষণে গান, গল্প, উপন্যাস, সাহিত্যের সব শাখায় কাজ করেছেন তিনি।

সবক্ষেত্রেই যারপরনাই সাফল্য এমনিতেই ধরা দিয়েছে তাঁর কাছে। তাঁর লেখার ভাণ্ডার এতোটাই সমৃদ্ধ যে তা বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে সম্মানের আসনে পেঁৗছে দেয়। তিনিই প্রথম বাঙালি এবং এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি' এবং ভারতের জাতীয় সঙ্গীত তাঁর লেখা। কবির হৃদয় ছোঁয়া গান, উজ্জীবিত কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আজ সরকারি পর্যায়ে ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে পালিত হচ্ছে তাঁর মহাপ্রয়াণের দিনটি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.