আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের আপুদের বলি!!!

[রং=রহফরমড়]ভাবনার ডানা মেলে উড়ছি আমি [গাঢ়]আনাড়ি[/গাঢ়][/রং]

কয়েকদিন টিভিতে এ্যাড দেখে রেডিফ মেইলে একটা একাউন্ট খুলেছিলাম। গতকাল তা চেক করে দেখি একটা মেইল এসেছে রেডিফ ডট কম থেকে। মেইলের বিষয় হল 'রাখি বন্ধন'। এটা একটা হিন্দুয়ানী উৎসব। এইদিন বোনেরা তাদের ভাইদেরকে রাখী পরিয়ে দেয়।

তিন বোনের পর একমাত্র ভাই আমি। বাবা মার আদরের পাশাপাশি বোনদের স্নেহ ভালবাসারও কমতি নেই আমার। ব্যক্তিগত ভাবে আমি হিন্দুদের এই উৎসবটাকে খুব পছন্দ করি। যদি মুসলমানদের মাঝেও এই ব্যাপারটা থাকত তাহলে খুব ভাল হত। তাহলে মনে হয় আমি অনেক গুলো রাখি পেতাম।

কিছু ভার্চুয়াল রাখিও পেতাম মনে হয়। কি ব্লগের আপুরা বাঁধতেন না এই আবর্জনা ভাইকে একটা, ভার্চুয়ালি? পোস্টটা 9 তারিখেই লিখতে পারতাম কিন্তু আমার নেট কানেকশনের যা অবস্থা তাতে সেইদিন লাইন থাকবে নাকি জানিনা তাই আজকে লিখা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.